মেদিনীপুর সিটি কলেজে সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভা

0
50

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও শালবনি থানার উদ্যোগে সাইবার ক্রাইম বিষয়ক এক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মেদিনীপুর সিটি কলেজে। এ দিনের সচেতনতা শিবিরে অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া, মেদিনীপুর বনবিভাগের অ্যাডিশনাল ডিএফও,শালবনি থানার দায়িত্বপ্রাপ্ত আইসি গোপাল বিশ্বাসসহ কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষে জলসিঞ্চন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনের শিবিরের শুভ সূচনা হয়। যেহেতু কলেজ পড়ুয়া  ছাত্র-ছাত্রীদের বেশিরভাগ জন সমাজে বিভিন্ন রকম অপরাধমূলক মূলক কাজের শিকার হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাই শিবির থেকে বর্তমান সময়ে ছেলেমেয়েদের অপরাধপ্রবণতা মূলক কাজ থেকে কিভাবে সতর্ক থেকে সমাজকে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা, কুইজ, অডিও-ভিসুয়াল উপকরণ এর মাধ্যমে তা দেখানো হয়।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দিগন্ত দিশারীর উদ্যোগে পরিবেশ দিবস ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অতিরিক্ত জেলা শাসকের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের কলেজে পড়তে পড়তেই সিভিল সার্ভিস, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির কথা উঠে আসে। যার মাধ্যমে উন্নত সমাজ গড়তে সাহায্য করবে। এছাড়া বিগত দিনে সিটি কলেজের উদ্যোগে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবন্ধ প্রতিযোগিতা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৩৬ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। জেলা পুলিশের এইরকম মহতী উদ্যোগে স্বভাবতই খুশি হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন কর্ণধার প্রদীপ ঘোষ ও অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী। শিবিরে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here