মুক্তি পেতে চলেছে সচেতনতা মূলক শর্টফিল্ম ‘ভ্যাকসিন’

0
113

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

সাংস্কৃতিক সংগঠন নির্ভীক কালচারাল ফোরামের ব্যানারে আর কয়েকদিনের মধ্যে আবারও মুক্তি পেতে চলেছে সমাজ সচেতনতা বিষয়ক নতুন একটি শর্টফিল্ম “ভ্যাকসিন”। আগের কিছু শর্টফিল্ম ও মিউজিক স্টোরি দর্শকদের কাছে সমাদৃত হবার পর এবার একটু অন্যরকম ভাবনা নিয়ে তৈরি হয়েছে এই শর্টফিল্মটি।

vaccine | newsfront.co
শর্টফিল্ম ‘ভ্যাকসিন’- এর পোস্টার

করোনা ধাক্কায় গোটা দেশ নাজেহাল। অনেকটাই থমকে রয়েছে জনজীবন। এই মহামারীর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই শর্টফিল্ম’টি। যেখানে সমাজ সচেতনমূলক একটা বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গল্পে একদিকে যেমন নাটকীয়তা রয়েছে, তেমনি আছে একটি সচেতনতা মূলক সিরিয়াস বার্তা।

 

short film vaccine team | newsfront.co
নিজস্ব চিত্র
vaccine shooting | newsfront.co
শুটিং চলছে। নিজস্ব চিত্র

ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বিশিষ্ট লেখিকা তথা সমাজকর্মী রোশনারা খান। প্রযোজনা করেছেন মধুশ্রী চক্রবর্তী। দৃশগ্রহন ও সম্পাদনার কাজ করেছেন অঙ্কন ঘোষ। নির্দেশনা ও পরিচালনায় রয়েছেন তরুণ পরিচালক অরিজিৎ সিনহা। অভিনয় করেছেন অনিন্দিতা, অস্মিতা, জ্যোৎস্না, তাপস মদন, সৈকত রোশনারা, তিতলী, আঁখি, অরিজিৎ সহ আরো অনেকে।

 film shoot | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কেমন কাটছে শুট ফ্রম হোম জার্নি?

মেদিনীপুর শহর ও শহরের বাইরের একঝাঁক শিল্পী এই কাজে যুক্ত। গল্পে বলতে চাওয়া হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মহামারীর মোকাবিলা করতে হবে। তবেই এই লড়াই জেতা যাবে। ফিল্মটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এবার মুক্তির অপেক্ষা। সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে শুটিং এর কাজটি হয়েছে। পরিচালক অরিজিৎ সিনহার আশা, তাঁদের এই কাজ দর্শকদের ভালো লাগবে।

আরও পড়ুনঃ কার্যত ঘরে বসেই মিলেছে বেতন, সেই টাকাতেই অ্যাম্বুলেন্স কিনে দৃষ্টান্তস্থাপন শিক্ষিকার

পরিচালক জানান, বিভিন্ন চ্যানেলে তারা এই ফিল্মটি টেলিকাস্ট করার চেষ্টা করবেন, পরিস্থিতি ভালো হলে প্রেক্ষাগৃহে ফিল্মটির স্ক্রিনিং হবে এবং আগামী পুজো ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির স্ক্রিনিংয়ের চেষ্টা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here