নিজস্ব সংবাদদাতা,নবদ্বীপঃ
রাজ্যজুড়ে আজ সন্ত্রাসের আবহাওয়া চলছে। তাই সব থেকে বেশি আতঙ্কিত হচ্ছেন দিদি ও তার দল তৃণমূল কংগ্রেস। সেই সাথে থরোহরি কম্পন শুরু হয়েছে ভাইয়েদের। তাই মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে বিজেপি কর্মীদের। রাজ্যজুড়ে আজ লুটপাট চলছে। বোমা শিল্পের রমরমা। এমন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।
শনিবার নবদ্বীপ শহর সংলগ্ন বাবলারি গ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি।
তিনি হাসিমুখে খুব সহজ-সরল ভাষায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার ভোটারদের কাছে এমনটাই বললেন যে দিদির সমস্ত ভাইরা ছয় বছর ধরে লুঠরাজ চালাচ্ছে এবং অত্যাচার শুরু করেছে। তাই এইসবের বিরুদ্ধে ব্যালটে জবাব দিতে হবে। তিনি কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেস আজ ‘টি এম ছি’ নতুন নামকরণ হয়েছে।
আজ যে পরিবেশ তৈরি হয়েছে সেখানে ভোটাররা তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি এদিন।
তিনি উল্লেখ করেন যে আজ গন্ডারের সঙ্গে লড়াই করতে হচ্ছে আমাদের। তাই শিয়ালের বুদ্ধি মত আমাদেরকে এগোতে হচ্ছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন যে শুধু মিথ্যা কথা বলা হচ্ছে মানুষের সামনে। কেন্দ্রের টাকা আর ২ টাকা কিলো দরে চাল গরিব মানুষের মধ্যে ভর্তুকিতে দেয়া হচ্ছে আর দিদি বলছেন তিনি নাকি এই চাল খাওয়াচ্ছেন
। অথচ এই চাল খাওয়ার অযোগ্য হিসাবেই মানুষ পাচ্ছেন। তিনি আসানসোলে প্রসঙ্গ তুলে বলেন যে প্রতিবাদ করলেই কেসের পর কেস দিয়ে হয়রানি
করা হচ্ছে। তিনি বলেন যে তার নামে এত কেস দেয়া হয়েছে যে একটা সুটকেস ভরে গেছে।
ভাঙ্গড়ের আরাবুলের প্রসঙ্গ তুলে বলেছেন যে আরাবুল না ভুল। এই দলটাই দুষ্কৃতিকারীদের রমরমা কারবার আর ভরে গেছে।
পুলিশদের একহাত নিয়ে তিনি বলেন যে এখন আর কাঁদানো গ্যাস পুলিশ ছোড়ে না। পুলিশের কাছে অনুরোধ করেন যে উর্দি পোশাকটার সম্মান রক্ষা করতে হবে । অশোক স্তম্ভের মর্যাদা রক্ষা করতে হবে । পুলিশকে শিরদাঁড়া সোজা করে প্রতিবাদী হবার আহ্বান জানান বাবুল সুপ্রিয় । প্রতিবাদ করলে যদি জঙ্গলে স্থানান্তর করায় করুক । কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে আহ্বান জানান তিনি । ক্ষোভ প্রকাশ করেন বাংলা আবাস যোজনা নিয়ে এবং শৌচাগার নিয়ে । টাকার নামে টাকা খরচ হয়েছে অথচ কাজের কাজ কিছুই হয়নি । সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের শৌচাগার এবং ঘর দেওয়া হয়নি ।
তৃণমূল কর্মীদের পকেট শুধু কমিশন ঢোকে অভিযোগ করেন । রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কেউ একহাত নেন তিনি । অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টা প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন যে ঐ রকম মানুষ বহুজন দেখেছি তাদের আর ভবিষ্যৎ খুঁজে পাওয়া যায়নি । তাই কেষ্ট কেউ আর ভবিষ্যৎ খুঁজে পাওয়া যাবে কিনা প্রশ্ন ছুঁড়ে দেন তিনি ।
দিদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন যে দিদি যদি দিল্লি চলে যান বাংলা বেঁচে যাবে ।
তবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান মহিলাদের কাছে। মহিলাদের নিরাপত্তা সম্পর্কে বা বাড়ির পরিবারের নিরাপত্তা সম্পর্কে বাবুল সুপ্রিয় মায়েদের কাছে অনুরোধ করেন যে আপনারা ঘরের বটিটা ধরে মাকালী হয়ে দাঁড়িয়ে যাবেন দুষ্কৃতীদের সামনে। দেখবেন দুষ্কৃতীরা ভয়ে পালাবে।
শেষে তিনি ভোটারদের কাছে অনুরোধ করেন যে সারা ভারতবর্ষে একটা সৎ সরকার চলছে। যে সৎ সরকারের নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদি। তাই বাংলাতেও আমরা পরিবর্তন চাইছি। আপনারা ধীরে ধীরে সৎ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির সাথে সহযোগিতায় এগিয়ে আসার আহবান তিনি জানিয়েছেন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা পর্যবেক্ষক রাজীব ভৌমিক জেলা সম্পাদক মহাদেব সরকার মহিলা নেত্রী অপর্ণা নন্দী সহ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584