বীরেন্দ্র সেতু সহ জেলার সেতুর দিকে নজর দিক প্রশাসন চাইছে জেলাবাসী

0
160

শুভেন্দু হাওলাদার,পশ্চিম মেদিনীপুরঃ

মাঝেরহাট শুধু নয় এ রাজ্যে সাম্প্রতিক কালে ছোট বড় মিলিয়ে চারটি ব্রীজ বা সেতু ভাঙার ঘটনা ঘটেছে,তার পরেও যে পুরানো সেতু গুলি নিয়ে প্রশাসনের টনক নড়ছে না তার প্রমান দেশপ্রান বীরেন্দ্র সেতু।এর ওপর দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন স্থানীয় মানুষজন সহ গাড়িচালকরা। মেদিনীপুর খড়গপুর শহরের একমাত্র যোগাযোগ স্থল হলো বীরেন্দ্র সেতু,এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক বাস মারুতি বাইক সহ হেঁটে মানুষজন যাতায়াত করে।

নিজস্ব চিত্র

শুধু মেদিনীপুর খড়্গপুর না কলকাতা, মুম্বাই এর অপরদিকে বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুরের মত বাণিজ্যকেন্দ্রিক শহর গুলিকে যুক্ত করে রেখেছে এই সেতু। প্রতিদিন টাটকা মাছ , মুরগি,সরকারি দুধ পরিবহনের জন্য দূর দূরান্তের মানুষ এই সেতু টি যাতায়াতের জন্য একমাত্র ভরসা করে। কাঁসাই নদীর ওপর গড়ে ওঠা এই প্রায় এক কিমির ব্রিজ বর্তমানে ভগ্নদশা,বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে জমছে শ্যাওলার স্তূপ হা করেই বেরিয়ে আছে ঢালাই এর রড বড় বড় বটগাছ।
এই ঘটনাই আতংকিত এলাকাবাসী।আতংকিত যাতায়াত কারী মানুষজন বিশেষ করে পোস্তাপোল বা মাঝেরহাটের ঘটনা যখন তাদের চোখের সামনে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে যে অসতর্কতা কত বড় বিপদ ডেকে আনছে। যাতায়াত কারি ছোটো বড়ো গাড়ির চালকরা তাদের অভিযোগ জানিয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরা পেতেই প্রত্যকেই চাইছে বীরেন্দ্র সেতুর রক্ষনা বেক্ষনে নজর দিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ , নাহলে যেকোনো দিন মাঝেরহাটের মতো দুর্ঘটনা ঘটতে পারে।
এই বিষয়ে জেলার জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করলে জেলা শাসক পি মোহনগান্ধী জানান বিষয়টি তারা নজরে রেখেছে।

আরও পড়ুনঃ তরঙ্গপুরে জেলাস্তরে বিষয়ভিত্তিক জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here