সুদীপ পাল,বর্ধমানঃ
বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বর্ধমান সদর শহর এবং বর্ধমান শিল্পাঞ্চল। দুই জেলার নানা মণ্ডপে লেগেছে থিমের ছোঁয়াও। শুধু জেলার সদর শহরগুলি নয় জেলার গ্রাম থেকে মফস্বল সবজায়গাতেই বাগদেবীর আরাধনা হয়েছে।
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ-জোনের হর্ষবর্ধন রোডে একটি গানের স্কুলে শোভা পাচ্ছে রঙিন কাগজে তৈরি প্রায় ২৫ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি। বর্ধমানের বিভিন্ন পুজোয় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর বার্তা তুলে ধরা হয়েছে। এ ছাড়াও শিশুশ্রমিক রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি-সহ নানা বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ চীনা মন্ডপের আদলে বাগদেবীর আরাধনা বড়গাছিয়ায়
আউসগ্রাম ২ অমরারগড় গ্রামে চলেছে সরস্বতী পূজার আরাধনা। গ্রামের একাধিক মন্ডপ এর মধ্যে প্রতিযোগিতার আবহে আরাধনার পরিবেশ। মন্ডপ সজ্জায় একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ের হাজির সবাই। পল্লীশ্রী, দিশারী সহ একাধিক ক্লাবে মানুষের ভিড় চোখে পড়ার মত।
পল্লীশ্রীর কার্তিক সাহা বলেন, ‘আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে সরস্বতী বন্দনার চেষ্টা করছি। অন্যপুজোর মত বাহ্যিক বিশাল আড়ম্বর না থাকলেও মানুষ আমাদের প্যান্ডেল দেখে খুশি হচ্ছেন। মন্ডপ সজ্জায় স্থানীয় শিল্পী স্বরূপ পালের ভূমিকা অনস্বীকার্য।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584