নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন চলছে দীর্ঘদিন। তাই বিধিনিষেধে ছাড় পাওয়া মাত্রই বহরমপুর শহরের মতো ব্যস্ততম জায়গায় ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন বহরমপুর শহরের বিভিন্ন কাজে এসে থাকেন। ব্যস্ততম শহর বহরমপুরে দীর্ঘদিন ধরেই যানজটের কারণে বহরমপুর বাসীদের যাতায়াত করতে অসুবিধায় পড়তে হচ্ছে, সময়ে পৌঁছাতে পারছেননা বিশেষ কাজে।
আরও পড়ুনঃ ডোমকল এসডিপিও-র উদ্যোগে রক্তদান শিবির
আজ বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিক পৌর কর্মচারীদের নিয়ে রাস্তায় নামলেন যানজটমুক্ত করতে। তিনি জানালেন, বেশিরভাগ সময়ই লালদীঘির পাড় এলাকার রাস্তায় যানজটের সৃষ্টি হয় । কারণ মানুষ ডাক্তার দেখাতে আসেন এবং গাড়িগুলি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখেন সেই কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাতে যানজট নিয়ন্ত্রণ করা যায় তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানালেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584