শ্যামল রায়,কালনাঃ
বুধবার কালনা ২ নম্বর ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের সুপারভাইজার ও কর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘরিয়া ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কুপটি সহ অন্যান্য আধিকারি ।
এই বৈঠকে উপস্থিত ছিলেন একশো দিনের কাজের সুপারভাইজার ও পঞ্চায়েতের কর্মী।
সমষ্টি উন্নয়ন আধিকারিক।মিলন দেবঘরিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ইতিমধ্যে বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত রাজ্যের সেরা পঞ্চায়েতের এ স্বীকৃতি পেয়েছে।
ব্লকের সব কটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে জেলার ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।তবে আগামী দিন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নয়নের ধারাকে গতিশীল করার কথা জানিয়ে দেন তিনি।তবে উন্নয়নের পাশে কর্মসংস্থান মুখী উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছেন বিডিও।পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কুপটি জানিয়েছেন যে সমস্ত কাজ এখনো হয়নি সেই সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শেষ করতে হবে।জনপরিষেবার ক্ষেত্রে কোন রকম গাফিলতি যেন না থাকে সেদিকে নজর রাখার কথা জানান হয়। এলাকার উন্নয়নের ওপর জোর দিয়ে নিলিমা কুপটি জানান যে রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা সকল মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে।
আরও পড়ুনঃ কালচারাল ফোরামের উদ্যোগে শারদীয়ার নৃত্য সংগীত আসর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584