স্কুলে পরীক্ষা চলাকালে মধ্যপ্রদেশের মিশনারি স্কুলে হামলা চালালো বজরং দলের নেতা কর্মীরা

0
71

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বসোদা শহরে অবস্থিত সেন্ট জোসেফ স্কুলে হামলা চালাল বজরং দলের নেতা-কর্মীরা। জানা গিয়েছে স্কুলে দ্বাদশ শ্রেণীর অঙ্ক পরীক্ষা চলাকালে এই উগ্র হিন্দুত্ববাদী দলের কয়েকশো লোকজন স্কুলে পাথর ছুঁড়তে থাকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের সরিয়ে নিয়ে যায়।

Bajrang attack on madhyapradesh school
বজরং দলের নেতৃত্বে হামলা মধ্য প্রদেশের স্কুলে, ছবিঃ এনডিটিভি

সূত্র মারফত জানা গিয়েছে , দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যাতে বলা হয় ঐ স্কুলের পড়ুয়াদের ধর্মান্তরিত করা হচ্ছে। তার ভিত্তিতেই সোমবার হামলা চালায় এই উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কর্মী-সমর্থকরা। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনি। তিনি এও বলেন যে. ঐ পোস্টে যেসব ছাত্রদের নাম দেওয়া হয়েছে তারা আদৌ ওই স্কুলের সঙ্গে সম্পর্কিত নয়।

ব্রাদার অ্যান্টনি বলেন, এই ধরনের হামলা যে হতে পারে সেখবর তাঁরা আগেই পেয়েছিলেন। সেইমতো পুলিশ ও স্থানীয় প্রশাসনকে তা জানিয়েও রেখেছিলেন। তবু তাঁর অভিযোগ, পুলিশ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ। অন্যদিকে বজরং দলের দাবি অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁরা স্কুল ভেঙ্গে গুঁড়িয়ে দেবেন।

আরও পড়ুনঃ AFSPA বাতিলের দাবিতে সরব কনরাড সাংমা, নাগাল্যান্ড থেকে আফস্পা তুলে নেওয়ার দাবি রিও-র

এ ঘটনায় আতঙ্কিত স্থানীয় অন্যান্য মিশনারি স্কুলগুলিও। সব স্কুলের সামনেই নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, এই ঘটনায় দোষীদের আইনানুগ শাস্তি দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here