নিজস্ব সংবাদদাতা, কোলকাতাঃ-
বালার্ক থিয়েটার গ্রূপ গত ছয় বছর ধরে শহরতলীর নিমতা অঞ্চলে নিরন্তর কাজ করে চলেছে। প্রসেনিয়াম প্রযোজনা তৈরি করাই তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিলো। ক্রমশ তারা প্রাঙ্গন নাটক আর পথনাটকে আনন্দ খুঁজে পেতে শুরু করে এবং নতুন নতুন স্বাদের প্রযোজনা তৈরি করতে থাকে। ২০১৬ সালে বালার্ক থিয়েটার গ্রূপে শিক্ষক এবং মেন্টর হিসেবে যোগদান করেন মাস্টার অফ মাইম শ্রী বিদ্যুৎ দত্ত। তার পর থেকেই তাঁর পরিচর্যায় শুরু হয় বালার্ক-র মাইম প্রযোজনা। এছাড়াও বালার্ক নিয়মিত ওয়ার্কশপ , বাচ্চাদের জন্য স্কুল ওয়ার্কশপ , সামাজিক সচেতনতা মূলক নাটক ও অনুষ্ঠান এবং সমাজসেবা মূলক কাজ করে চলেছে তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে। প্রতি বছর বালার্ক ‘পথের পাঁচালী’ নামক পথ মহোৎসব করে। সেখান থেকে অনুদান হিসেবে প্রাপ্ত অর্থ এবং নিজেদের সংগৃহিত অর্থে দুঃস্থ শিশুদের হাতে তুলে দেয় পোশাক, পঠনপাঠন সামগ্রী এবং অঙ্কন সামগ্রী। ইতি মধ্যেই বালার্ক-র কাজ রাজ্য এবং জাতীয় স্তরে প্রশংসিত এবং পুরস্কৃত।
এই বছর ভারতীয় সংস্কৃতি দপ্তরের আর্থিক সহায়তায় বালার্ক তাদের নাট্যোৎসব আয়োজন করতে চলেছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ২৫ ও ২৬ শে আগস্ট ৫ টি নাটক ও একটি সেমিনার সহযোগে মঞ্চ নাট্য উৎসব। এবং ২রা সেপ্টেম্বর একটি কথোপকথন এবং চারটি অঙ্গন নাটক সহযোগে অন্তরঙ্গ নাট্যোৎসব। সেমিনারের বিষয় হিসেবে রয়েছে ‘নাটকে লাইভ মিউজিকের ব্যবহার ও ভবিষ্যৎ’ এবং আলোচনায় ‘ইন সার্চ অফ অল্টারনেটিভস’ বিষয়ে আলোচনা করবেন শ্রী প্রবীর গুহ।
আগামী ২৫শে এবং ২৬শে আগস্ট বালার্ক নাট্য উৎসবের মঞ্চনাটক পর্যায়ে থাকছে বালার্ক’র নিজস্ব নাটক তোতার কাহানী সহ অঙ্গন বেলঘড়িয়ার ফিরে পাওয়া, জার্নি থিয়েটারএর অমল আলোয়, বারাসাত কাল্পিক-এর পাতার বাঁশি, চাকদহ নাট্যজন এর ভানুসুন্দরীর পালা।
আগামী ২রা সেপ্টেম্বর থাকছে অন্তরঙ্গ নাট্য পর্যায়, এই দিন থাকছে বিভাবনের বুদবুদ, ALT এর an action, গোবরডাঙ্গা স্বপ্নচর এর টুনটুনি লো এবং কথক থিয়েটারের নতুন নাটক জোয়ার।
উৎসবের তিনদিন ধরে থিয়েটার উদযাপন হবে, নাটক প্রদর্শন এর সাথে থিয়েটার সেমিনার, আলোচনা ‘কথোপকথন’ এবং গুণী থিয়েটারব্যক্তিত্বদের সম্বর্ধনা জানানোর মাধ্যমে।
সেমিনারের বিষয়- থিয়েটারে লাইভ মিউজিকের ব্যবহার এবং ভবিষ্যত সম্ভাবনা। বক্তা হিসেবে থাকবেন- শুভেন্দু মাইতি, শুভদীপ গুহ এবং মুরারী রায় চৌধুরী আর সঞ্চালনায় থাকছেন হিমাদ্রী শেখর দে। জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে মাস্টার অফ মাইম শ্রী বিদ্যুৎ দত্তের হাতে ২৫ শে আগস্ট। ওইদিনই রুদ্রেন্দ্র মোহন সম্মান জানান হবে শুভাশীষ খামারু মহাশয়কে। ২রা সেপ্টেম্বর প্রবীর গুহকে বালার্ক জীবনকৃতি সম্মানে ভূষিত করবেন নাট্য একাডেমির সদস্য এবং বিভাবন থিয়েটার গ্রূপের ডিরেক্টর সুপ্রিয় সমাজদার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584