নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সাহিত্য নিয়ে কাজ করায় এক প্রকার অভ্যস্ত চ্যানেল আকাশ আট। তাই আরও একবার হাজির তেমনই এক সাহিত্যধর্মী ধারাবাহিক। নাম ‘বালিকা বধূ’। বালিকা বধূ এর আগে বড়পর্দায় দেখেছেন দর্শক। ছোটপর্দায় দেখানো হয়নি। এবার সেই শূন্যস্থানও পূরণ হতে চলল। ৩১ অগাস্ট থেকে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘বালিকা বধূ’।
গল্পের দিকে তাকালে দেখব, রাজপুত বংশীয় শশধর পৌত্তলিকতায় বিশ্বাস করে না। কিন্তু ধর্ম ও সামাজিক সচেতন। সমাজের কিছু নিয়ম পুঙখানুপুঙখভাবে মেনে চলে সে। একইভাবে কৈশোর বিবাহের প্রতি আস্থাশীল শশধর। ভাবে এতে মঙ্গল হয়।
আরও পড়ুনঃ আকাশে ফিরছে দুটি ধারাবাহিক
তার বিশ্বাস সকলের কাছে প্রচারের জন্য ৫৫ পাতার একটি বইও লিখেছিল। তার কিশোর ছেলে অমলকেও বিয়ে দেয় ১৬ বছর বয়সে। তার বিয়ে এবং বিয়ে ঘিরে নানা ঘটনা, বিবাহ পরবর্তী নানা ঘটনা সম্বল করেই এই গল্প। কিশোর স্বামী-স্ত্রী থেকে যৌবন আর তারপর দুজনের বার্ধক্য সবই আছে গল্পে। তৎকালীন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও ছোটপর্দায় উপভোগ করবেন দর্শক।
ধারাবাহিকটির পরিচালনায় মনীশ ঘোষ। চিত্রনাট্য লিখছেন সায়ন চৌধুরী। সংলাপ লিখছেন উপাসনা চৌধুরী। সঙ্গীত পরিচালনায় দেবজিত রায়।
আরও পড়ুনঃ ফ্লোরে ফিরছেন দুই বর্ষীয়ান
আরও পড়ুনঃ পাল্টে গেল বাবলি
গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষৌনিশ। কণ্ঠশিল্পী দিশা রায়, চন্দ্রিকা ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে রয়েছে অদ্রিজা মুখার্জি, সমৃদ্ধ পাল, গৌতম মুখার্জি সহ আরও অনেকে।
৩১ অগাস্ট থেকে সোম থেকে শনি রাত ৮ টায় দেখুন ‘বালিকা বধূ’ আকাশ আট চ্যানেলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584