হল না বালুরঘাটের শতাব্দী প্রাচীন রথযাত্রা

0
84

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

১৩৪ বছরের ইতিহাসে এই প্রথম করোনার বিধি নিষেধের জেরে থমকে গেল রথের চাকা। মাসির বাড়িতে যেতে পারলেন না বালুরঘাটের সব্যসাচী ক্লাব পরিচালিত রথতলার শতাব্দী প্রাচীন জগন্নাথ দেব। জগন্নাথদেবের সাথে রথে চেপেই কাটাতে হবে বলরাম এবং সুভদ্রাকেও। তবে সীমিত সংখ্যক লোক নিয়ে পুজোর আচার-অনুষ্ঠানে কোন ত্রুটি রাখেনি জগন্নাথ দেবের ভক্তবৃন্দ।

rathyatra | newsfront.co
নিজস্ব চিত্র

অনান্য বছর বালুরঘাটে রথযাত্রাকে কেন্দ্র করে উপচে পড়ে ভিড়। তবে এবারে করোনা মহামারীর কারণে পরিস্থিতি একেবারেই আলাদা। করোনা আবহে তাই এবছর আর বালুরঘাট শহরের অন্যপ্রান্তে ঘোষপাড়ায় মাসির বাড়ি যাওয়া হল না জগন্নাথদেবের। ফলে স্বভাবতই মন খারাপ ভক্তবৃন্দের।

Jagannath Balaram Suvadra | newsfront.co
নিজস্ব চিত্র

এই রথযাত্রাকে ঘিরে যে মেলা বসে সেই মেলাও এবার না বসায় বিষন্ন কচিকাচারা থেকে শুরু সব বয়সের মানুষেরাই। কারণ, এবার আর রথের মেলার প্রধান আকর্ষন গরম গরম জিলিপী আর পাপড় ভাজা খাওয়া হল না তাদের।

আরও পড়ুনঃ খুলে গেল তারাপীঠের মন্দির

রথযাত্রা পরিচালন সব্যসাচী ক্লাব কমিটির সভাপতি আশীষ চ্যাটার্জী জানান ‘সমাজ, জনগণ এবং ভক্তদের স্বার্থেই এই সিদ্ধান্ত।’ অপরদিকে শুধু এই রথযাত্রাই নয়, করোনার জেরে জেলার বিভিন্ন প্রান্তের ছোট বড় সব রথ যাত্রাই বাতিল করা হয়েছে এবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here