সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ ডোমকল উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ডোমকল এলাকার চাষীদের হাতে কলা গাছের চারা তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন বিধায়ক জাফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতি সভাপতি রেখা বিবি, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম এবং ডোমকল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ডোমকল ব্লক আইএনটিটিইউসি সভাপতি নুরাবুল হক এছাড়াও অন্যান্য নেতৃত্ব।
কৃষিকাজে উন্নতি আনতেই এই উদ্যোগ বলে জানান বিধায়ক জাফিকুল ইসলাম। কাউন্সিলর নুরাবুল হক জানান যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রাজ্যের মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সেই মত এদিন কৃষি বিভাগের উদ্যোগে চাষীদের লাভজনক কলা চাষ। সেই চাষ করার জন্য চাষীদের হাতে কলা গাছ তুলে দিলেন বিধায়ক জাফিকুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো জনপ্রতিনিধিগণ।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে প্রকাশিত হল ‘কাজী নজরুলের কারাজীবন’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584