শুভময় সেন, বহরমপুরঃ-
আজ মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও সফল হল ধর্মঘট।
গতকালই সংকেত মিলেছিল যে বহরমপুরে বনধ সফল হবে এবং মুর্শিদাবাদ জেলা এখনো অধীরের প্রভাব মুক্ত হতে পারেনি, বরঞ্চ তলায় তলায় শক্তি সঞ্চয় করছে। গতকাল বিকেল ৫ টা নাগাদ বনধ সফল করার উদ্দেশ্যে কংগ্ৰেসের বেশ বড় মিছিল বের হয় । বহরমপুর শহরব্যপী সেই মিছিলেে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের দাম বৃদ্ধি সহ অন্যান্য একাধিক ইস্যূর বিরুদ্ধে মানুষের সাড়া ছিল বেশ ভালো।
আজ বনধের দিন, ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও বেসরকারি বাস একপ্রকার বন্ধই ছিল।সারা বহরমপুর জুড়ে দোকান পাট মোটামুটি বন্ধ ছিল।স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় খোলা থাকলেও ছাত্রছাত্রীদের অভাবে বেশিরভাগ শিক্ষাঙ্গন ছিল ফাঁকা।
প্রশাসনিক তৎপরতায় বেশিরভাগ সরকারি অফিস খোলা থাকলেও বেসরকারি অফিস, ব্যাঙ্ক বন্ধই ছিল। বিকেল সাড়ে তিনটের দিকে পৌরসভার কর্মীদের দেখা যায় সামনের চত্বরে আড্ডা মারতে।
রাস্তায় লোকসংখাও ছিল বেশ কম। গোরাবাজার নিমতলায় এক চাল ব্যবসায়ী চারটের দিকে তার দোকান খুলে ঘুমোচ্ছিলেন। তাকে আজকের বনধ সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন,”না, বনধ মোটামুটি হল তো!”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584