ধর্মঘটের সমর্থনে পিকেটিং এ আহত দুই এসইউসি কর্মী

0
86

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এসইউসি সহ পাঁচটি বামপন্থী দলের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পেট্রপন্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধি , তীব্র বেকারি ,সাম্প্রদায়িক বিভেদ পুঁজিপতিদের বেপোরোয়া লুন্ঠন,মুক্তমনা ও বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদে এবং কৃষিঋণ মুকুব ও ফসলের ন্যায্য দামের দাবিতে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘটে মেদিনীপুর শহর খড়্গপুর বেলদা খাকুড়দা জাহালদা নারায়ানগড় সবং পিংলা সহ সর্বত্র পিকেটিং মিছিল বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন হয়। মেদিনীপুর শহরে পুলিশ পিকেটারদের সরানোর চেষ্টা করে কলেজে ছাত্রদের জোর করে ঢোকায়।বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক স্কুলে (শিশু বিভাগ)তৃণমূলের যুবনেতা দাঁড়িয়ে থেকে বন্ধ ভাঙার চেষ্টা করে , “জেলাশাসক দফতরে শান্তিপূর্ণ অবরোধ চলাকালীন বিশাল পুলিশ বাহিনী আমাদের কর্মীদের টানা হেঁচড়া ধাক্কাধাক্কি করে তাতে দুজন কর্মী আহত হয়।’ এসইউসিআইপশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন,”বিজেপি সরকার কর্তৃক যে ভয়াবহ অর্থনৈতিক লুঠতরাজ চলছে,চলছে সাম্প্রদায়িক হানাহানি,বাড়ছে বেকারি,মুক্তমনাদের কন্ঠরোধ সহ ভয়ঙ্কর শ্বাসরোধ কারি পরিবেশের বিরুদ্ধে আজ ভারত বনধের মধ্য দিয়ে দেশ ব্যাপি যে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছে তা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের রূপ নেবে।

আরও পড়ুনঃ ধর্মঘটের বিরুদ্ধে তৃণমূলের মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here