মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনায় নিমজ্জিত গোটা বিশ্ব। এই মারণ ভাইরাসের কুনজর থেকে রেহাই পায়নি ভারতও। চারিদিকে ঘুরতে ঘুরতে শেষপর্যন্ত পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে কোভিড-১৯। আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে দিন দিন। করোনার সঙ্গে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে নেমেছে গোটা পৃথিবী। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এহেন পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে মঙ্গলবার্তা দিলেন একঝাঁক সঙ্গীত শিল্পী। বাড়িতে বসেই গানের ভিডিও করলেন তাঁরা।
সঙ্গীতা আয়োজনের দায়িত্বে ছিলেন বিশিষ্ট সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায়। ভিডিওটির দৃশ্যায়ন ও সম্পাদনা করেছেন মৃগাঙ্কশেখর বন্দ্যোপাধ্যায় ও কাব্যক্রিয়েশন। ভাবনা ও প্রকাশ সবটাই সম্রাট চক্রবর্তী-র। ২৮ এপ্রিল বাংলা ব্যান্ড ‘সুরজিৎ ও বন্ধুরা’-র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই মিউজিক ভিডিওটি।
মানুষ তো মানুষেরই জন্য। মানুষের জন্যই তো এতো আয়োজন। মানুষের দুর্দিনে মানুষই পাশে দাঁড়াবে। পৃথিবীর সৌন্দর্যই থাকবে না যদি মানুষ না থাকে। বিজ্ঞানের প্রতি আস্থা আর বিশ্বাসের প্রতি ভরসা রেখে তাই প্রার্থনা করে চলেছেন শিল্পীরা। এই অসময়েও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অমোঘ সৃষ্টিকে সঙ্গী করে বারো জন সঙ্গীত শিল্পী মানুষকে ভালো থাকার বার্তা দিলেন।
আরও পড়ুনঃ যাবে অন্ধকার আসবে আলো
একজন ক্ষুদে সঙ্গীত শিল্পীও অংশ নিয়েছে এই মঙ্গলবার্তায়। নাম সায়রী। এছাড়াও বন্ধুতা-এর নিবেদন মঙ্গলবার্তায় অংশ নিয়েছেন সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়, উপল সেনগুপ্ত, সিসপিয়া বন্দ্যোপাধ্যায়, সুতপা, সুজয়, তুলিকা, অভীক, পর্ণাভ, বৃষ্টিলেখা ও প্রণয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গানে গানে আবারও একবার মানুষকে সচেতন করলেন সঙ্গীতশিল্পীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584