মোহনা বিশ্বাস, হুগলীঃ
বাংলাকে আরও সমৃদ্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে হুগলীর মানকুন্ডু সার্কাস মাঠে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা মোদের গর্ব’। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অবধি চলবে এই অনুষ্ঠান।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, চন্দননগর পৌরনিগম কমিশনার স্বপন কুন্ডু সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে পুরস্কৃত করা হল জিমনাস্টিক সোনা জয়ী সৃজা সাহাকে। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়, রাজ্যে গত ৮ বছরে উন্নয়নমূলক কর্মকান্ডের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, লোকশিল্পী ও অন্যান্য শিল্পীদের নানা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতারও আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে। প্রথম দিনই বেশ সাড়া ফেলেছে ‘বাংলা মোদের গর্ব’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584