স্পোর্টস ডেস্কঃ-
হোয়াইটওয়াশ বাঁচাতে দরকার ছিল ১৪৬ রানের,কিন্তু হলো না।টাইগাররা হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলোনা।রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে বাংলাদেশকে হারালো আফগানিস্তান।
২০ ওভারে ৬ উইকেটে আফগানদের দেওয়া ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ এক সময় চরম উত্তেজনা পূর্ণ হয়ে ওঠে। চার ওভারে প্রয়োজন ছিল পঞ্চাশ।
১৭ তম ওভারে ওঠে ১৭ রান। তখন তিন ওভারে জয়ের জন্যে প্রয়োজনীয় রান সংখা দাঁড়ায় ৩৩ । কিন্তু রশিদ খান ১৮ তম ওভারে দেন মাত্র ৩ রান। তাতে শেষ দুই ওভারে জয়ের জন্যে লাগে ৩০ রানের প্রয়োজন দাঁড়ায়। মুশি জানাতের প্রথম ৫ বলে মারলেন ৫টি চার আর শেষ বলে নিলেন সিঙ্গেল। শেষ ওভারে রশিদের বলে জিততে বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৯ রান।
প্রথম বলেই মুশফিক আউট। নামেন আরিফুল হক। তবে স্ট্রাইক এন্ডে রিয়াদ। পরের বলে কোনমতে প্যাডে বল লাগিয়ে এক রান নেন রিয়াদ। তখনও ৪ বলে ৮ দরকার বাংলাদেশের।পরের বলে আরিফুলের ব্যাটের কোণায় লেগে কিপারের পেছন দিয়ে বল চলে গেল বাউন্ডারির দিকে। রান হয় ২ । পরের বলে ১। ২ বলে এবার প্রয়োজন ৫ রান। ব্যাট হাতে রিয়াদ করেন মাত্র ১ রান। শেষ বলে জিততে হলে আরিফুলকে মারতে হবে চার। আরিফুল সজোরে ব্যাট চালালেন। বাউন্ডারি লাইনে অসাধারণ ফিল্ডিং করে ছয় বাঁচিয়ে নিলেন ফিল্ডার। ওদিকে বল বাউন্ডারি লাইনে লেগেছে না ফিল্ডারের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছে তা নিশ্চিত নয়। দৌড়ে তিন রান নিতে গিয়েও পারলেন না রিয়াদরা। চরম উত্তেজনার অপেক্ষা। আম্পায়ার রিপ্লে দেখে জানিয়ে দিলেন চার, ছয় কিছুই হয়নি।মাত্র ১ রানে ম্যাচ হারল বাংলাদেশ। সঙ্গে সিরিজও। তাও আবার হোয়াইটওয়াশ।
(ছবি সৌজন্য:-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584