মোহনা বিশ্বাস, হুগলীঃ
হায়দ্রাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে সোচ্চার হয়েছিল গোটা দেশ, পথে নেমেছিল দেশবাসী। চুঁচুড়ার ঘড়ির মোড়েও এই ঘটনার প্রতিবাদে একা পথে বসেছিল বহ্নিশিখা। সাথে ছিল না কেউ।
মোমবাতি, প্রিয়াঙ্কার ছবি আর কিছু প্ল্যাকার্ড নিয়ে পথে বসেছিল বাঁশবেড়িয়ার মেয়ে বহ্নিশিখা রায়। আজ শাস্তি পেল হায়দ্রাবাদ ধর্ষণকান্ডের অভিযুক্তরা। ভোর রাতে এনকাউন্টারে অভিযুক্ত চার ধর্ষককে হত্যা করলো সাইবারাবাদের পুলিশ। পুলিশ ধর্ষকদের হত্যা করায় খুশি গোটা দেশ, খুশি বহ্নিশিখাও।
এই আনন্দে শুক্রবার আবারও নির্যাতিতার ছবি, প্ল্যাকার্ড ও মোমবাতি নিয়ে ঘড়ির মোড়ে যায় সে। এবার সেই প্ল্যাকার্ডে লেখা রয়েছে, “আমি নির্যাতিতা। আমি আজ আত্মপরিতৃপ্ত।” নির্যাতিতার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করলো বহ্নিশিখা। এতদিনে ধর্ষকদের উচিৎ শাস্তি হয়েছে। বিচারের অপেক্ষা না করে এনকাউন্টারে ওই ধর্ষকদের হত্যা করে ঠিক কাজ করেছে পুলিশ। এবার নির্যাতিতার আত্মা শান্তি পাবে বলে জানায় বহ্নিশিখা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584