নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরে দুপুরবেলা প্রকাশ্য দিবালোকে গলি রাস্তায় এক কালেকশন এজেন্টের মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ মেদিনীপুর শহরের বাইপুকুর লেন এলাকায় বিভিন্ন বাড়িতে বন্ধন ব্যাংকের ঋণের টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন ব্যাংকের এজেন্ট অভিজিৎ মিদ্যা। পাড়ার মধ্যে ওই টাকা সংগ্রহ করে বাইপুকুরলেন এলাকা থেকে তাঁতিগেরিয়ার উদ্দেশ্যে একটি মোটর বাইকে করে যাচ্ছিলেন তিনি। গলি রাস্তার ভেতরে একটি মোড়ে আগে থেকেই দাঁড়িয়ে থাকা দুই যুবক তার রাস্তা আটকায়। হঠাৎ করে অভিজিৎ এর মাথার সামনে বন্দুক তাক করে এক যুবক। অভিজিৎকে ব্যাগের রাখা সমস্ত টাকা দিতে নির্দেশ দেয় তারা। কিংকর্তব্যবিমূঢ় অভিজিৎ কোন কিছু বোঝার আগেই তার বাইকের চাবি খুলে নেয় দাঁড়িয়ে থাকা অপর আরো এক যুবক।
আরও পড়ুনঃভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর অভিযোগ বাংলাদেশী নৌবাহিনীর
এরপরই ব্যাগ ছাড়িয়ে সেখান থেকে টাকা বের করে, একটি পালসার বাইক নিয়ে অপেক্ষারত এক যুবকের বাইকে চেপে দ্রুত চম্পট দেয় তিন দুষ্কৃতী। এরপর চেঁচামেচি করলেও আর কোন রক্ষা হয়নি। ঘটনার পর কোতোয়ালি থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। দিনের বেলা এই ধরনের কান্ড ঘটায় চাঞ্চল্য এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584