নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে,
বেতন কাঠামো পুনর্বিন্যাস-সহ একাধিক দাবিতে আইবিএ-র সঙ্গে আলোচনার পর ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ফের রাজ্য সভাপতি পদে দিলীপেই আস্থা বিজেপির
মূলত, বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ অল ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি) -এর তরফে সৌম্য দত্ত একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মার্চের তিনদিন ১১, ১২ ও ১৩ মার্চ অবস্থান বিক্ষোভ করবে ব্যাঙ্ক কর্মীরা ৷ দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে”।
ইতিমধ্যেই ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফে ১২ দফা কর্মসূচি মানার দাবিতে এই ধর্মঘট। তবে এতে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584