বিধাননগরে সাত জেলার তপশিলী-অনগ্রসর সম্প্রদায়ের সভাপতিদের বৈঠক

0
24

নিজস্ব সংবাদদতা, শিলিগুড়িঃ

বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে তৃণমূল কংগ্রেসের এসটি এসসি ও ওবিসি সেলের সাতটি জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করলেন এসটি এসসি সেলের রাজ্য সভাপতি সুনীল কুমার মন্ডল।

seven districts meeting in bidhannagar | newsfront.co
বৈঠক। নিজস্ব চিত্র

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এ দিন সাতটি জেলার সভাপতিদের নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে এখনও পর্যন্ত কালিম্পং জেলাতে এসটি, এসসি ও ওবিসি সেলের সভাপতি করা হয়নি, যদিও তা খুব দ্রুত করা হবে।

আরও পড়ুনঃ সিএএ’র সমর্থনে প্রচার, বিক্ষোভের মুখে পড়ে বাড়ি ফিরলেন দেবশ্রী

তিনি আরও বলেন যে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রত্যেক জেলায় জেলায় এসসি, এসটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তাদের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে দেওয়া।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষজনকে একত্র করা; কারণ আমরা চাই হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে থাকতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here