বাঁকুড়া জেলা বইমেলার উদ্বোধন

0
350

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

Bankura district book fair
নিজস্ব চিত্র
Bankura district book fair
নিজস্ব চিত্র
Bankura district book fair
নিজস্ব চিত্র

শুরু হলো ৩৪তম বাঁকুড়া জেলা বইমেলা। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী, বাঁকুড়ার সুসন্তান যামিনী রায়ের স্মরণে এবারের বইমেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক,’পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু,বিধায়ক শম্পা দরিপা,পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ‌পৌরপ্রধান দিলীপ আগরওয়াল প্রমুখ।
মঙ্গলবার এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে।না হলে প্রতিদিন এতো এতো বই প্রকাশ হচ্ছে,তা বিক্রি হতোনা।’পাণ্ডব গোয়েন্দা’
ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেন,এ বিষয়ে আমার কোন ভাবনা নেই। আমার ভাবনা লিখে যাওয়া।বাকিটা পরিস্থিতি ঠিক করবে বলেই তিনি স্পষ্টভাবেই জানান।বাঁকুড়া খ্রীষ্টান কলেজ মাঠে এবারের বইমেলায় প্রথম দিন থেকেই মানুষের ঢল নেমেছে।স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে অসংখ্য বইপ্রেমী মানুষ মেলায় ভীড় করেছেন।বইমেলা কমিটি সূত্রে খবর,এবারের বইমেলায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ৮৪টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এছাড়াও লিটল্ ম্যাগাজিনের জন্য আলাদা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। কোন প্রবেশ মূল্য থাকছেনা মেলায়।মেলা চলবে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত।

Bankura district book fair
নিজস্ব চিত্র
Bankura district book fair
নিজস্ব চিত্র
Bankura district book fair
নিজস্ব চিত্র

আরও পড়ুন: সৎকার করে ফেরার পথে মদ্যপ বাইক আরোহীর মৃত্যু,আহত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here