বাঁকুড়ার থিমের পুজো আকৃষ্ট করছে দর্শক

0
224

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
অভিনব মণ্ডপ আর অত্যাধুনিক থিম সজ্জার ভাবনায় সেজে উঠছে বাঁকুড়া শহর।কোথাও রাজস্থানী কখনো নবদ্বীপ,কখনো প্যারিস টাওয়ার অনুকরণে আবার কখনো মৌ রাজ্যে সেজে উঠেছে দেবী দুর্গার মন্ডপ।প্রতিটি মন্ডপ দর্শনার্থীদের মন কাড়তে নিজ নিজ এলাকায় বিভিন্ন শিল্পীদের হাতের ছোঁয়ায় এক অন্য মাত্রার রূপ নিয়েছে পুজোর প্রতিটি মন্ডপ।শহর সংলগ্ন ইন্দারাগোড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এইবছর ১৫ তম বর্ষে পদার্পণ করল৷প্রায় ১৫ লক্ষ টাকা বাজেটে এই পুজো কমিটির এই বছরের থিম মানব সভ্যতার বিকাশ।

নিজস্ব চিত্র

শিল্পীদের কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে এই থিম ও মন্ডপ তৈরি করেছে।বিভিন্ন রঙিন আলোর আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা মন্ডপ।শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছে মানব সভ্যতার সেই আদিকাল থেকে বর্তমান আধুনিক যুগের সভ্যতাকে।তাছাড়াও বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে হিংসা,বিদ্বেষ ও ধর্ষণকে।এই পুজো মণ্ডপে আদিম যুগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন তথ্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।বিভিন্ন ফাইবারের উপর কাঠের গুড়ো দিয়ে শিল্পীরা তুলে ধরেছেন তাদের হাতের ছোঁয়ার কারুকার্য।মণ্ডপের ভিতরে প্রতিমাতেও দর্শনার্থীদের মিলবে এক অন্য রুপের বৈচিত্র্যের ছোঁয়া। বিশেষ ধরনের পাথর কেটে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা৷একদিকে বিভিন্ন রঙের আলোর আলোকিত আলোকসজ্জা এবং অভিনব প্রাচীন এই থিম সজ্জা দর্শকদের মন কাড়বে এমনটাই আশাবাদী ইন্দারাগোড়া হরেশ্বর মেলা সার্বজনীন কমিটির সদস্যরা।
শহর সংলগ্ন বাঁকুড়া লালবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর ৫০ তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবছর বিভিন্ন থিম তৈরি করে কখনো সরকারি পুরস্কার আবার কখনো সেরা সেরা পুরস্কার দখল করেছে পুজো কমিটি। প্রায় ২৮ লক্ষ টাকা বাজেটে এই পুজো কমিটির এ বছরের থিম প্যারিস টাওয়ার।

নিজস্ব চিত্র

প্রায় ৩ লক্ষ ৫০ হাজার নারকেল খোলা দিয়ে তৈরি করা হয়েছে প্যারিস টাওয়ার অনুকরণে এই থিম।থিম এর পাশাপাশি বিখ্যাত চন্দননগরের ঝাঁ চকচকে আলোকসজ্জায় আলোকিত করে তুলেছে পুজো মণ্ডপকে।বিভিন্ন নারকেল খোলা দিয়ে সাজানো হয়েছে পুরো মন্ডপকে।আর মণ্ডপের ভিতরে এক অন্য রূপে তৈরি করা হয়েছে সাদেকি দুর্গা প্রতিমা। বিভিন্ন রঙিন নারকোল খোলায় পুরো মন্ডপ গে সাজিয়ে এক অন্য মাত্রা এনে দিয়েছেন শিল্পীরা। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা ও প্যারিস টাওয়ার অনুকরণে এই থিম দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী বাঁকুড়া লালবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা।

নিজস্ব চিত্র

বাঁকুড়া পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর ২৬ তম বর্ষে পদার্পণ করলো। প্রায় প্রতি বছরই অত্যাধুনিক পরিবেশ গড়ে তোলে পুজো উদ্যোক্তারা। প্রায় ১৪ লক্ষ টাকা বাজেটে এই পুজো কমিটির এবছরে থিম গভীর অরণ্যে মৌ রাজ্য।পুরো মন্ডপটি জুড়ে রয়েছে মৌমাছিরা। হঠাৎ করে দেখলে যেন মনে হবে আমরা হয়তো চলে এসেছি কোনো এক মৌমাছির রাজ্যে। মৌমাছিরা তাদের গুনগুন শব্দে ভরিয়ে তুলেছে পুরো মন্ডপ। পরিবেশ রক্ষার্থে সবুজ অরণ্য বাঁচাতে পুজো কমিটির এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। বিভিন্ন ফোম ব্যবহার করে তৈরি করা হয়েছে মৌমাছির বাসা। গাছের ডালে বাসা করেছে বিভিন্ন মৌমাছি।সাথে মিল দেখা মিলবে ছোট বড় ব্যাঙ ও ছত্রাক।প্রবেশদ্বারে রয়েছে সূর্যমুখী ফুলের উপর মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। বিভিন্ন রঙিন আলোকসজ্জা ও শিল্পীদের নিখুঁত কারুকার্যে যেন জীবন্ত হয়ে উঠেছে মৌমাছিরা। পুরো মন্ডপ জুড়েই রয়েছে পরিবেশের ছোঁয়া। সত্যিই এ যেন এক অদ্ভূত পরিবেশ।

আরও পড়ুনঃ আহ্বান ফাউন্ডেশন এর পুজোর উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here