বরাবাজার BMOH-এর ব্যক্তিগত উদ্যোগে সুচিকিৎসার সুযোগ পেলো ৫ মাসের শিশু ‘কন্যা’

0
186

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ

কন্যা সন্তান…কি হবে চিকিৎসা করে? তাও আবার তিনটি কন্যা সন্তান! হ্যাঁ, ঠিকই পড়েছেন, ২০২১ সাল শেষ হতে চলেছে কিন্তু এই ভাবনা থেকেই ৫ মাস বয়সী অসুস্থ মেয়ের চিকিৎসা করানোর প্রয়োজন মনে করেননি পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের তুইমা গ্রামের অম্বরিশ বাবু।

Barabazar BMOH
বরাবাজার BMOH ডাঃ রবীন সোরেন

তবে বাদ সাধলেন বরাবাজার BMOH ডা: রবীন সোরেন। তিনি জানতে পারেন অম্বরিশ মাহাতোর
কনিষ্ঠা কন্যার অসুস্থতার কথা। এবং একেবারে সময় নষ্ট না করে PHN ম্যাডাম শুভ্রা দেবী আর বাকিদের সঙ্গে নিয়ে নিজেই পৌঁছে যান অম্বরিশ বাবুর বাড়িতে। বাচ্চাটির অসুস্থতা যে গুরুতর তা বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি ডাক্তারবাবুর। প্রথমে চেষ্টা করেন বাচ্চার বাবা-মাকে বোঝাতে যে শিশুটির দ্রুত সঠিক চিকিৎসার প্রয়োজন কিন্তু মানতে রাজি হন না তাঁরা।

Health department car
স্বাস্থ্য দপ্তরের এই গাড়িতে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

উল্টে বাবা-মায়ের দাবি ছিল যে, তাঁদের সন্তান তাঁরাই ঠিক করবেন তার সাথে কি করা উচিত। এর মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে BMOH ডা: রবীন সোরেনের নাক গলানোর দরকার নেই। অর্থাৎ কোনভাবেই তাঁরা শিশুটির চিকিৎসার কোন ব্যবস্থা করতে দিতে রাজি নন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ডাঃ সোরেন যোগাযোগ করেন বরাবাজার থানার আইসি সৌগত ঘোষের সঙ্গে। তিনি থানা থেকে একটি টিম পাঠান এবং PHN শুভ্রা দেবী ইতিমধ্যে বাচ্চাটির মাকে বোঝাতে সক্ষম হন যে তাঁর সন্তানের দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। এরপরে BMOH ডাঃ রবীন সোরেন দ্রুত যোগাযোগ করেন স্বাস্থ্য দপ্তরের গাড়ি করে এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন।

আরও পড়ুনঃ কান্দি সফরে এলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী, দেখা করলেন উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা সুলতানার সঙ্গে

বরাবাজার BMOH ডাঃ রবীন সোরেনের ব্যক্তিগত উদ্যোগে ও বরাবাজার থানার আইসির সহযোগিতায় শিশুটি বর্তমানে দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, জানা গিয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৫ মাস বয়সী শিশুটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here