রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
একদিকে যখন হোসেনপুর সহ ভাঙছে গঙ্গার পাড় তখন ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের এলসিটি ঘাটে গঙ্গা থেকে সাদা বালি বেআইনী ভাবে কেটে নিয়ে যাওয়া চলছে।আর এই বেআইনী সাদা বালি তোলার অভিযোগে যখন ফারাক্কার বিএলআরও পাঁচটি গাড়িকে আটক করে তখন ঠিকাদার কর্মীরা দেখাল ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অনুমতি পত্র।জানা গেছে গাড়িগুলি,ই এইচ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের।এই ঠিকাদার সংস্থার কর্মী রবিউল আলম আমাদের প্রতিনিধিকে জানান যে,ব্যারেজ কর্তৃপক্ষের অনুমতিতে তাঁরা বালি কাটছিলেন।অথচ বি এল আর ও তরুন দাস জানান যে,ব্যারেজ কর্তৃপক্ষ তাঁদের কাছে কোন লিখিত অনুমতি নেন নি বালি তোলার জন্য।গাড়ি আটক করে বালি কাটতে নিষেধ করা হয়েছে।নিষেধ অমান্য করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এইভাবে বালি কাটলে গঙ্গার ভাঙনে বিপর্যয়ের সম্ভাবনা দেখছেন ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ পনেরোটি গরু সহ গ্রেফতার দুই পাচারকারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584