বিজেডি সাংসদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ স্ত্রী’র, পাল্টা অভিযোগ অনুভবের

0
97

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সাংসদ অনুভব মহান্তি ও তাঁর অভিনেত্রী স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনীর গৃহ বিবাদ গড়ালো আদালতে। বিজু জনতা দলের সাংসদ অনুভব মহান্তি ও তার স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনী দুজনে দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

বর্ষা অনুভবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে কেস ফাইল করেছেন কটক এসডিজেএম আদালতে। কেন্দ্রাপাড়া সাংসদ অনুভব মহান্তি বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন দিল্লি ফ্যামিলি কোর্টে প্রিন্সিপাল জাজের কাছে।

Anubhab with Barsha | newsfront.co
অনুভব, বর্ষা। ফাইল চিত্র

বর্ষার আরও অভিযোগ অনুভব মদ্যপ এবং মদ্যপ অবস্থায় রীতিমত শারীরিক ও মানসিক অত্যাচার চালান তাঁর ওপর। এছাড়া অনুভব মহান্তি একাধিক পরকীয়া সম্পর্কে লিপ্ত, অভিযোগ তাঁর স্ত্রীর।

বর্ষা প্রিয়দর্শিনী তাঁর স্বামী অনুভব মহান্তির কাছ থেকে ১৩ কোটি টাকা দাবি করেছেন ক্ষতিপূরণ হিসেবে এবং তার সাথে ২ কোটি টাকা চিকিৎসার খরচ ও মাসিক ৫০ হাজার টাকা খোরপোষ।

আরও পড়ুনঃ সরকারি চাকরিতে বন্ধ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া, জানাল কেন্দ্র

অনুভব মহান্তি তাঁর স্ত্রীর সব অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর মামলায় বর্ষা প্রিয়দর্শিনী সম্পর্কে অভিযোগ করেছেন যে তিনি কখনো স্বামী স্ত্রী’র স্বাভাবিক শারীরিক সম্পর্ক তৈরি করতে চাননি উল্টে অনুভব দাম্পত্য সম্পর্ক নিজে থেকে তৈরি করার চেষ্টা করলে তাতে অসম্মত হয়েছেন এবং বাধা দিয়েছেন। এছাড়া বর্ষা নাকি কখনো ভালো পুত্রবধূও হয়ে উঠতে পারেননি।

আরও পড়ুনঃ পার্থসারথী রায়কে নোটিশ ধরাল এনআইএ

বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক তারা প্রসাদ বাহিনীপতি এই মামলা প্রসঙ্গে মন্তব্য করেন নবীন বাবু অর্থাৎ নবীন পট্টনায়ক সব সময় মহিলাদের সম্মান করার কথা বলেন অথচ তাঁর দলের সাংসদ নিজের স্ত্রীয়ের ওপর এই ভাবে নির্যাতন চালাচ্ছে জেনেও তিনি চুপ করে আছেন কেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here