ক্যানভাসে রাধাকৃষ্ণের সাথে দোলে মাতবে পড়ুয়ারা

0
631

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

Radhakrishna | newsfront.co
ক্যানভাসে আঁকা রাধাকৃষ্ণ। নিজস্ব চিত্র

শীত পেরোনোর পর এই আগমন হয় বসন্তের। আর এই বসন্তের আগমন হওয়ার শুরু থেকেই উৎসবে মেতে ওঠে সমস্ত আপামোর বাঙালি। পাশাপাশি বসন্ত উৎসবকে আরও রঙিন করতে বাহারি রকমের রং এর সম্ভার নিয়ে খেলাধুলার মাধ্যমে এই দোল উৎসবকে এক অন্য মাত্রায় নিয়ে যায় ৮-৮০ সকলে।

artist | newsfront.co
ক্যানভাসে কৃষ্ণের নয়া রূপ দিচ্ছেন শিল্পী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ইকো ফ্রেণ্ডলি ইট বানাতে হাত লাগিয়েছে ক্ষুদে পড়ুয়ারা

এ বছর এক অভিনব কায়দায় পূর্ব মেদিনীপুর জেলার মেছাদা এলাকার শান্তিপুরের বেশকিছু ছাত্রছাত্রীরা তাদের হাতের কারুকার্যের মধ্য দিয়ে রাধাকৃষ্ণের ছবি এঁকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে এই দোল উৎসবকে।

painting | newsfront.co
ছবি আঁকছেন শিল্পী। নিজস্ব চিত্র

কথিত আছে, এই দোল উৎসবের দিন রাধাকৃষ্ণকে আরাধনার মধ্য দিয়ে এই দোল উৎসবকে পালন করে সকল বাঙালি। এবার এলাকার শিল্পীরা তাদের হাতের কারুকার্যের বিভিন্ন ধরনের রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করে এলাকার মানুষের মধ্যে এই উৎসবকে আরও ভরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে শান্তিপুরের এক ক্লাব সংগঠন।

Canvas artist | newsfront.co
ক্যানভাস শিল্পীরা। নিজস্ব চিত্র

আর তেমনি এক ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়, যেখানে বিভিন্ন রকম ভাবে হাতের কারুকার্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের মুক্তি, যা দেখতে ভিড় জমিয়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে সকল সমাজসেবীরা। আর তাদের এই অভিনব উদ্যোগ কে দেখে যথেষ্ট আপ্লুত এলাকাবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here