প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
হিসাব মতো বুধবার বাসন্তী পূজোর মহাষ্টমী। কিন্তু মহাষ্টমী হলেও পূজো উপলক্ষে কোন জাঁকজমক নেই। সে জন্য মনেই হচ্ছে না আজ বাসন্তী পূজোর অষ্টমী। এমনিতেই বাসন্তী পূজো, দূর্গাপূজোর মতো এত ঘটা করে হয় না।
তা সত্ত্বেও রায়গঞ্জের কয়েকটি ক্লাব বেশ বড় করেই বাসন্তী পূজো করে। তবে করোনার কারনে এবার শুধুমাত্র নিয়মরক্ষায় করতেই পূজো হচ্ছে। প্রতি বছরের মত এবারেও রায়গঞ্জ খরমুজাঘাট রোডে জাকজমক ভাবেই বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ দুঃস্থ মানুষদের সহায়তায় এগিয়ে এলো রায়গঞ্জের বেসরকারি সংস্থা
যদিও পূজোর সবরকম অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে।সরকার ধর্মীয় অনুষ্ঠান বাতিল করে দেওয়ায়, প্রতিমা বায়না দিয়েও পূজো উদ্যোক্তারা প্রতিমা নেওয়া বাতিল করে দিয়েছেন।
প্রতি বছর যে মন্দিরে বড় করে বাসন্তী পূজো হয়, সেখানে কোনও রকমে পূজো সারছেন ক্লাব কর্মকর্তারা। তবে এ বিষয়ে এক ক্লাব কর্মকর্তা পাপ্পু দাস জানিয়েছেন, কোন রকম বাহ্যিকতা নয়, শুধুমাত্র ঘট বসিয়ে নিয়মরক্ষা করতে পূজো করা হচ্ছে।
তবে মন্দিরে প্রতিমা নেই তো কি হয়েছে, সম্পূর্ন নিয়ম মেনেই পূজো হচ্ছে। যাতে মন্দিরে লোক সমাগম না হয় তার জন্যই, মন্দিরের গেট বন্ধ রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584