নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনার সতর্কতার জেরে বন্ধ হয়ে গেল ৭৩ বছরের পুরনো বাসন্তী পূজো ও মেলা। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের ঘরঘরিয়াহাট এলাকায় নদীর ধারে ৭৩ বছর থেকে পূজো অষ্টমির মেলা হয়ে আসছে।
তিন দিনের এই মেলায় যাত্রা, পালাগান সহ হরেক রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে। তিন দিনে ধরে হওয়া মেলায় প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষের সমাগম হয় লক্ষ করা যায়। কিন্তু এবার আর সেই মেলার অনুমতি দেয় নি পুলিশ। আপত্তি করেনি মেলা কমিটিও।
আরও পড়ুনঃ লকডাউনে রেশন কার্ড না থাকলেও মিলবে খাবার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মেলা কমিটির সদস্য সুজিত রায় বলেন, “ সুস্থ্যতা সবার আগে প্রয়োজন। গোটা বিশ্ব এখন করোনার জেরে জেরবার হয়ে গেছে। সামাজিক দূরত্ব ও লোকডাউনের ঘোষনা করেছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই। ফলে আমাদের সকলের সেই নির্দেশ মেনে চলা উচিত। পুলিশ এবার এই মেলার অনুমতি দেয় নি। পাশাপাশি আমরাও পুলিশের সঙ্গেই সহমত পোষন করেছি।”
যদিও আলিপুরদুয়ার থানার আই সি রবীন থাপা বলেন, “ লক ডাউন চলছে। এই সময় যে কোন জমায়েতে সরকারি নিষেধ রয়েছে। আমরা মেলা কমিটিকে এই মেলা করতে বারন করেছি। তারা তা মেনে নিয়েছেন। প্রশাসনের সাথে মেলা কমিটিও সচেতনতার নজির রেখেছে। ”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584