পিয়া গুপ্তা,বিনোদন ডেস্কঃ
ইংরেজি একটা প্রবাদ আছে ,”ওল্ড ইস গোল্ড “। কথাটি যে বিলক্ষণ সত্য তা ১৯৪২ এর একটি জনপ্রিয় গান শুনলেই বোঝা যাবে।
‘১৯৪২ অ্যা লাভ স্টোরি’র বিখ্যাত গান ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’।১৯৪২ এর সেই জনপ্রিয় গান থেকেই বর্তমানে এই নতুন সিনেমার নাম ঠিক করা হয়েছে।
ফেব্রয়ারির ১ তারিখে মুক্তি পেল ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। এই সিনেমায় অনিল কাপুর ও তার কন্যা সোনম কাপুরকে একসঙ্গে দেখা গেছে। এছাড়াও আছেন রাজকুমার রাও এবং জুহি চাওলা। ২৪ বছর আগে রুপালি পর্দায় যে গানের দৃশ্যে চমৎকার অভিনয়ের সুবাদে বাজিমাত করেছিলেন, সেই গানের কলি থেকে নামকরণ করা সিনেমায় কন্যা সোনম কাপুরের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন অনিল কাপুর। এই ছবিতে সোনমের বিপরীতে নায়ক হিসেবে দেখা গেছে রাজ কুমার রাওকে।
আরও পড়ুনঃ ভিন্ন স্বাদের ছবি সাঁঝবাতি
সোনম প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তার সঙ্গে। বছরের সবচেয়ে অপ্রত্যাশিত প্রেমের গল্প হিসেবে উল্লেখ করা হয়েছে ছবিটির ট্যাগ লাইনে।
এই ফিল্মে সোনম কাপুর সুইটির চরিত্রে অভিনয় করছেন। যে ছোট বেলা থেকেই সাধারন মেয়েদের মত নিজের বিয়ের ব্যাপারে ভেবে আসতো। যখন সুইটি অর্থাৎ সোনম কাপুর বড় হল তখন তার পছন্দ না শুনেই তার পরিবারের লোকেরা তার জন্য ছেলে দেখে ফেলে। ফলে সুইটি খুব দুঃখ পায়। এদিকে সেই সময় ফিল্মে আবির্ভাব ঘটে রাজ কুমার রাওয়ের । সুইটিকে প্রথম দেখাতেই রাজ কুমার রাও প্রেমে পড়ে যায়। সুইটি র বাবা অনিল কাপুর মেয়ের পছন্দের ব্যাপারে জানতে পেরে সেও মেয়ের পছন্দকে মেনে নেয়।সব কিছু যখন ঠিকঠাক। তখনি সুইটি নিজের জীবনের সব থেকে বড় সত্যির সাথে সামনা সামনি হয়।সে তার জীবনের সব থেকে বড় সত্যি সে জানতে পরে।
সোনম কাপুরকে এখানে আলাদা একটা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সমকামীতাকে সমাজ কিভাবে মেনে নেয় তার উপর আধার করে এই পুরো ছবিটা। সোনমের জীবনের এই বড় সত্যিকে তার পরিবার কিভাবে মেনে নিবে তার উপর পুরো ছবিটা। সমকামিতা যে কোনো রোগ বা কোনো অপরাধ নয় তা এই ছবিতে দেখানো হয়েছে। তবে এই ছবি যে দর্শক দের নতুন কিছু কে ভাবতে বাধ্য করবে তা বলা যেতেই পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584