শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ২৫ নভেম্বর কিউইদের বিপক্ষে ঘরের মাটি কানপুরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সিরিজে রোহিত শর্মা, বুমরাহ, ঋষভ পন্থের মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক নায়ক বিরাট কোহলি। দলে সুযোগ দেওয়া হয়েছে একগুচ্ছ তরুণ খেলোয়াড়দের। তারা মাঠে কেমন পারফরম্যান্স করবে সেই নিয়ে অনেকাংশে ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট। সেই ভাবনাকে আরও বাড়িয়ে দিয়ে চোটের জন্য দল থেকে ছিটকে পড়েছেন ওপেনার কে এল রাহুল। তবে এত কিছুকে ছাপিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কানপুর টেস্ট।
বিতর্কের বিষয়, ভারতীয় বোর্ড নাকি খেলোয়াড়দের মেনুতে ‘হালাল মাংস’ বাধ্যতামূলক করেছেন এবং মেনু থেকে শূকর ও গরু বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই।
এই বিতর্কের জল গড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেকে নানাভাবে আক্রমণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। রাজনৈতিক রংও লাগিয়েছেন অনেকেই। বিজেপির অন্যতম মুখপাত্র ও বিশিষ্ট আইনজীবী গৌরব গোয়াল টুইট করে লিখছেন, “ক্রিকেটাররা যা খুশি খেতে পারেন। বোর্ড ঠিক করে দেওয়ার কে? এটা সম্পূর্ণ বেআইনি, এটা কোনভাবেই কাম্য নয়, এমন সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”
বিতর্ক যখন বেড়েই চলছিল তখন যাবতীয় নীরবতা ভেঙে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধূমল বলেন, “হালাল মাংস নিয়ে যা রটেছে, তার সমস্তটাই ভিত্তিহীন গুজব। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এমন কোন ডায়েট প্ল্যান দেওয়া হয়নি। তাছাড়া প্রতিটি খেলোয়াড় তাদের ইচ্ছেমতো পছন্দের খাবার খেতে পারেন। এই ব্যাপারে কোন প্রকার বাধা নিষেধ ঘোষণা করেনি বোর্ড।”
আরও পড়ুনঃ কিউইদের বিপক্ষে ঘোষণা টেস্ট সিরিজের ভারতীয় দলের, ছিটকে গেলেন কে এল রাহুল
বিশেষভাবে উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের যাবতীয় ব্যর্থতার গ্লানি দূর করে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584