নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
রাত্রের অন্ধকারে অবৈধ বালি পাচার রুখতে গিয়ে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত বিডিও ও বিএলআরও। গ্রেফতার দুই ব্যক্তি।
অবৈধ বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হল বিডিও ও বিএলআরও । গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার মেজিয়া থানার ভাড়রা গ্রামে । ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মেজিয়া থানার পুলিশ দুজনকে ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা যায় ।
গ্রেফতার হওয়া দুজনকে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়। প্রশাসনিক সূত্রে জানা যায়, গতকাল রাত নটা নাগাদ সূত্র মারফত বাঁকুড়ার মেজিয়া ব্লক প্রশাসনের কাছে খবর আসে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দামোদর নদের রামচন্দ্রপুর তেলেন্ডা গ্রাম সংলগ্ন ঘাট থেকে অবৈধ ভাবে বালি একাধিক ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে অন্যত্র।
খবর পাওয়ার পরই অবৈধ বালি পাচার রুখতে মেজিয়া ব্লকের বিডিও অনিরুদ্ধ ব্যানার্জী ও বিএলআরও অমিত দাসের নেতৃত্বে হানা দেয় প্রশাসনের একটি টিম। মেজিয়া ব্লকের ভাড়রা গ্রামের কাছে বালি বোঝাই বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেন বিডিও ও বিএলআরও । এরপরই অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত একদল মাফিয়া বিডিও ও বিএলআরও কে চরম হেনস্থা করে বলে অভিযোগ ।
বিডিও ও বিএলআরওকে হেনস্থা করার সুযোগ নিয়ে ট্রাক্টর গুলি পালিয়ে যায় । দীর্ঘক্ষণ ধরে বালি কারবারিদের হাতে ঘেরাও হয়ে থাকার পর অবশেষে মুক্তি পান বিডিও ও বিএলআরও ।
আরও পড়ুনঃ হলদিয়া পেট্রোকম কারখানায় অগ্নিকান্ড, আহত ১৩
এদিকে প্রশাসনিক আধিকারিকদের হেনস্থা করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রাতেই বাঁকুড়ার মেজিয়া থানার ডাং মেজিয়া গ্রামের কর্ন মন্ডল ও নাগরডাঙ্গা গ্রামের আশিষ মহান্ত নামের দুজনকে গ্রেফতার করে মেজিয়া থানার পুলিশ । এই ঘটনায় আর কে কে যুক্ত ছিল ছাড়া জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মেজিয়া থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584