ভাস্কর ঘোষ, বেলডাঙা, ১৪ মার্চ : বাইকে করে ভাইকে মাধ্যমিক পরীক্ষার সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক। আহত মাসুদ শেখকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার ঝুনকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাকিল আহমেদ(১৯)। বেলডাঙ্গা থানার ভাবতা গ্রামে তার বাড়ি। সে লালবাগ কলেজে কলাবিভাগে প্রথম বর্ষে পড়ত। ভাইকে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিয়ে এক বন্ধুকে চাপিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন সাকিল। সেইসময় ঝুনকা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে তার বাইকে ধাক্কা মারে একটি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিলের। ঘাতক ডাম্পারটি ভাঙচুর করে স্থানীয়রা। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানের পরিস্থিতি সামাল দেয়। ঘাতক ডাম্পারটিকে আটক করে পুলিশ। যদিও সেটির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে বেলডাঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাকিলের বাড়ি বেলডাঙ্গা থানার ভাবতা গ্রামে। তার ভাইয়ের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে স্থানীয় দেবকুণ্ড হাই মাদ্রাসায়। এদিন ভাইকে সেখানে পৌঁছে দিয়ে দুপুর ১ টা নাগাদ গ্রামের এক বন্ধু মসুদ শেখকে সঙ্গে করে বাড়ি ফিরছিল সাকিল। সেইসময়ই ঝুনকা মোড়ে একটি ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিলের। ঘটনায় মারাত্মকভাবে জখম হয় তার বন্ধু মাসুদ শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584