বাতাসার কালোবাজারি রুখতে বোল্লাকালী পুজোর আগেই হাজির কারিগররা

0
64

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আগামী শুক্রবার শুরু হতে চলছে উত্তরবঙ্গের বড় পুজো গুলির মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুরের বোল্লা রক্ষাকালী মাতার পুজো।

before kali puja labor present in factory | newsfront.co
বাতাসা তৈরি চলছে। নিজস্ব চিত্র

পুজোর মধ্যে অন্যতম বাতাসা ভোগের জোগান স্বাভাবিক রাখতে আগে ভাগেই বোল্লা চলে এসেছে মিষ্টির কারিগররা।

প্রায় এক মাস আগে থেকে বোল্লাতে কারখানা করে মালদার কারিগররা তৈরি করছেন ভোগের বাতাসা। এর ফলে এক দিকে যেমন বাতাসার গুণগত মান ভাল হবে। তেমনি অন্য দিকে রোখা যাবে বাতাসার কালোবাজারি।

before kali puja labor present in factory | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হলদিয়ায় মাছের খাদ্য বিতরণ কর্মসূচি

বাতাসার বিক্রেতা দিলীপ কুমার সরকার জানান একদিনে এতবড় মেলায় হাজার হাজার মানুষকে বাতাসার জোগান দেওয়া সম্ভব নয়, তাই পুজোর সাত দিন আগে থেকে আমরা এসে বাতাসা বানিয়ে প্রতিটি ভক্তের হাতে তুলে দিতেই এই প্রয়াস।

পুজো উদ্যোক্তারা বলেন, এরা বাতাসা তৈরীর জন্য করার জন্য পুজোর সাত দিন আগে মায়ের মন্দির প্রাঙ্গনে আসেন। সেখানেই তারা থাকেন,এবং মায়ের ভক্তদের হাতে বাতাসা তুলে দেন যাতে করে বাতাসা কিনতে কোন রকম অসুবিধা না হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here