শ্যামল রায়,নবদ্বীপঃ
দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল একটি গুরুত্বপূর্ণ রাস্তা মুকুন্দপুর কলোনির রাস্তা।এই রাস্তা দিয়েই নবদ্বীপ পঞ্চায়েত সমিতির অফিসে যেতে হয় এছাড়াও রয়েছে নবদ্বীপ ফেরিঘাট ব্যাংক এবং বিভিন্ন ধরনের অফিস ও বিদ্যালয়।রাস্তাটি বেহাল হয়ে পড়ার কারণে ক্ষোভে ক্ষুব্ধ ছিলেন এলাকাবাসী।সেই বেহাল রাস্তা পুজোর পূর্বেই সংস্কারের কাজ শুরু হল।শনিবার দেখা গেল মুকুন্দপুর কোলোনি রাস্তাটি পিচ দিয়ে ঢালাইয়ের কাজ চলছে।রাস্তাটি সংস্কার হওয়ার কারণে এলাকার বাসিন্দারা খুশি।অনেকেই বলছেন যে পুজোর মুখে রাস্তাটি সংস্কার হওয়ার কারণে তাদের পক্ষে ভালো হলো।পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের নেতারা জানিয়েছিল যে ভোট শেষ হলেই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। শাসক দলের নেতা নেত্রীরা কথা দিয়ে কথা রাখলেন এমনটাই দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য হরিদাস দেবনাথ জানিয়েছেন যে কোনো বেহাল রাস্তা পড়ে থাকবে না পর পর শুরু হয়ে যাবে সংস্কারের কাজ।পুজো শুরু হতেই বহু বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।
তিনি আরো জানিয়েছেন যে উন্নয়নমুখী কাজ নিয়ে কোনোরকম গড়িমসি হবে না।গ্রামে গঞ্জে কোনরকম মাটির রাস্তা এবং বেহাল রাস্তা পড়ে থাকবে না।যে সমস্ত রাস্তা এখনো কাঁচা সংস্কার হয়নি সেই সমস্ত গ্রামের রাস্তা গুলোতেও ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
আরও পড়ুনঃ পথ পশুদের রক্ষার্থে সচেতনতা প্রচার পশ্চিম মেদিনীপুর পুলিশের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584