নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেলদা গ্রামীণ হাসপাতালের এক কর্মী করোনা সংক্রমিত অবস্থায় শালবনী হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হলো শুক্রবার রাতে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা গ্রামীণ হাসপাতালে গ্রুপ ডি কর্মী খোকন সিং এর আগস্ট মাসের ১৪ তারিখে করোনা পজিটিভ রিপোর্ট আসায় তাকে শালবনী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে খোকন সিং এর মৃত্যু হয়।একইসাথে বেলদা গ্রামীণ হাসপাতালের আরো ৬ জন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় জরুরি পরিষেবা ছাড়া নিয়ন্ত্রিত করা হলো বাকি পরিষেবা। সিল করে দেওয়া হল বেলদা গ্রামীণ হাসপাতাল চত্বর।বন্ধ করা হল বেলদা গ্রামীণ হাসপাতালের আশেপাশের সমস্ত দোকান পাট। করোনা সংক্রমণে সহকর্মীর মৃত্যুতে বেলদা গ্রামীণ হাসপাতালের অন্যান্য কর্মীরা শোকে ভেঙে পড়েন।সেই সঙ্গে ওই হাসপাতালের আরো যে ৬ জন কর্মী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন হাসপাতালের অন্যান্য কর্মীরা।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নতুন করে আক্রান্ত ৪৮
সেই সঙ্গে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনার মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বেলদা গ্রামীণ হাসপাতাল চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার জন্য আবেদন জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584