নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সোমবার থেকে বেলুড় মঠ খুলবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ, করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি বেলুড় মঠের সন্ন্যাসী। মঠের তরফে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ৭৮ বছর বয়সী সঞ্জীব মহারাজ। মঠেই চলছিল তাঁর চিকিৎসা।
সম্প্রতি তাঁর অসুস্থতা বৃদ্ধি পেলে সন্ন্যাসীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর, সর্দি, কাশি নিয়েই তিনি ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। শনিবার করোনা পরীক্ষা করা হলে ওই মহারাজের রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুনঃ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ
এদিকে, করোনা আক্রান্ত সন্ন্যাসীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলেও জানা যায়। সন্ন্যাসীর করোনা সংক্রমণের পর সোমবার বেলুড় মঠ খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মঠ চত্বরকে কনটেনমেন্ট জোন ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584