আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লিতে ৩১মে কাজে যোগ দেওয়ার জরুরি নির্দেশ কেন্দ্রের

0
116

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধিতে অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার এক সপ্তাহ কাটতে না কাটতেই দিল্লিতে ডেকে পাঠানো হল তাঁকে। আপাতত কেন্দ্র সরকারের সঙ্গে কাজ করতে হবে আলাপনকে। কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে বলা হয়, আগামী সোমবার আলাপনকে নর্থ ব্লকে কাজে যোগদান করতে হবে।

Alapan Banerjee | newsfront.co

কেন্দ্র তরফে জানানো হয়েছে, ‘আইএএস অফিসার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র সরকারের কাজে যোগদানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার যোগদান কমিটি। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আলাপনকে সমস্ত দায়িত্ব থেকে খুব শীঘ্রই অব্যাহতি দেওয়া হোক। ৩১ মে সোমবার সকাল ১০টায় দিল্লিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ ছিল ৩১ মে পর্যন্ত। ২০২০ অক্টোবরে স্বরাষ্ট্রসচিব থেকে মুখ্যসচিব হয়েছিলেন তিনি। তার মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাপন বন্দোপাধ্যায়ের মত দক্ষ আইপিএস অফিসারের দরকার।’ পুরসভার কমিশনারের পদ ছাড়াও পরিবহণ ও শিল্প দফতরেও কাজ করেছেন তিনি। করোনা মোকাবিলায় তাঁর প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুনঃ শপথ নিলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য ও রথীন সহ ১২ জন বিধায়ক

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পর্যালোচনা বৈঠকে গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন না মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিব কেউই। তারপরই আলাপনের এই বদলির নির্দেশ, স্বাভাবিকভাবেই এই নির্দেশ ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here