মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ছিলই। তারউপর দেখা যাচ্ছে, উপসর্গহীন থেকে ছড়াচ্ছে সংক্রমণ। কলকাতা-সহ বিভিন্ন শহরে এভাবেই বংশবিস্তার করছে এই মারণ ভাইরাস। এভাবে চলতে থাকলে সংক্রামিতের হার ক্রমশ বাড়বে। তাই আগাম ব্যবস্থা নিচ্ছে রাজ্য। ইতিমধ্যে করোনা পরীক্ষায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
শুধু তাই নয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে করোনার টিকার প্রথম ডোজ সবাইকে দিতে হবে। মঙ্গলবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসক ও জেলার স্বাস্থ্য অধিকর্তাদের এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।
এদিন ২৭ জন স্বাস্থ্য জেলার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে মুখ্যসচিবের পাশেই বসেছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। এদিনের এই বৈঠকে কলকাতা-সহ সমস্ত জেলার টিকাকরণের অবস্থা ঠিক কীরকম, তা খতিয়ে দেখে নেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কোথাও কোনও ভ্যাকসিনের সমস্যা বা সিরিঞ্জের অভাব রয়েছে কি না, তা-ও জেনে নেন তিনি। এবার গ্রামে ১৮ এবং তার ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের টিকার আওতায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুনঃ অতি ভারী বৃষ্টির জেরে ধস উত্তরাখণ্ডের নৈনিতালে, চলছে উদ্ধারকার্য
এদিকে, নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর জন্য রাতের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছিল। তবে লক্ষ্মীপুজোর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই সেই বিধিনিষেধ ফের চালু হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর। অর্থাৎ রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ ফের চালু হতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584