নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে কেন্দ্র সরকারকে গ্যাস, পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে সমস্যা শুধু একটাই। পেট্রল, ডিজেলের দাম এতই বাড়ছে যে বাজারে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে।” তিনি বলেন, “গ্যাস, পেট্রল, ডিজেল থেকে কেন্দ্র সরকার ৪ লক্ষ কোটি টাকা তুলেছে। ডিজেল দিয়েই তো কৃষকেরা চাষ করেন। ডিজেল না থাকলে কৃষকরা চাষ করবেন কোথা থেকে?” তিনি আরো বলেন, “নিজেরা যে রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। এদিকে আমাদের এক টাকাও দেয় না।”
আরও পড়ুনঃ পেট্রোল ডিজেলের ওপর ভ্যাট কমানোর দাবিতে মিছিল বিজেপির, বাধা কলকাতা পুলিশের
এদিন কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘টিকাই দেয় না তো আবার টাকা দেবে! তবু রাজ্য সরকার প্রতি লিটার ডিজেলে ১ টাকা করে ছাড় দিচ্ছে।’ আজ এভাবেই বিজেপি সরকারের প্রতি আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584