ধনদেবী লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত বাঙালি

0
119

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

রাত পোহালেই কোজগরী লক্ষ্মীপুজো।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে এবারে দেবী লক্ষ্মীপুজোয় ব্রতী হবেন আপমর বাঙালী। মা চলে গিয়েছেন শ্বশুর বাড়ি। এবার মর্তে আসার পালা তাঁরই এক মেয়ের।দরজায় কড়া নাড়ছে কোজাগরী লক্ষ্মী পুজো।কোজাগরী কথার অর্থ হল রাত জেগে মা লক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ করা।

নিজস্ব চিত্র

ধনলাভের আশায় এই পুজো প্রধানত করা হয়।মায়েরা মেতে উঠবেন লক্ষ্মীর আরাধনায়।বাড়িতে বাড়িতে বেজে উঠবে শঙ্খ,কাঁসর থেকে ঢাক।মা লক্ষ্মীর আরাধনায় কোনোরকম খামতি রাখতে চাইবেন না কোনো পরিবার।তাই জোরকদমে চলছে মায়ের পূজনীয় দ্রব্যের কেনাকাটার সঙ্গে লক্ষ্মীপ্রতিমা কেনার পালা।ক্রেতারা লক্ষ্মীপ্রতিমা কিনতে ব্যস্ত।ঝাড়গ্রাম বাজারে সেই ছবি ধরা পড়ল এবার।

আরও পড়ুনঃ বাধা পেরিয়ে অবশেষে দূর্গা কার্নিভাল বর্ধমানে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here