নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
২৫ শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার মুক্তিপেলো নতুন বাংলা ছবি বাঘিনি। তবে এই ছবি সাধারণ পারিবারিক বা নাচগান কিম্বা অ্যাকশানে ভরা সিনেমা নয়। সিনেমাটি তৈরী হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একেবারে ছোট জায়গা থেকে আন্দোলন, প্রতিবাদের মধ্যদিয়ে উঠে আসা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে।

তার রাজনৈতিক জীবন, তুলে ধরা হয়েছে এই বাঘিনি সিনেমার মধ্যদিয়ে। তবে সিনেমাটিতে মুখ্যচরিত্রে অর্থাৎ মমতা ব্যানার্জীর চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন রুমা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে এই নাট্যপ্রিয় মানুষটি উঠে এসেছেন সিনে ক্যামেরায়।

যদিও এটি রুমা দেবীর চতুর্থ ফিল্ম বলে জানিয়েছেন তিনি। তবে তাঁর জীবনের সেরা কাজ এই বাঘিনি সিনেমাটিই। বাঘিনি সিনেমার পরিচালক নেহাল দত্ত এবং কাহিনী ও চিত্রনাট্যে পিঙ্কি পাল। পরিচালক নেহাল দত্ত জানান,”চার বছর আগে থেকেই সিনেমার সুটিং শুরু হয়। তবে রিলিজ করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুনঃ করোনা বিধি মেনেই কার্যত জমজমাট সমুদ্র সৈকত দীঘা
তবে আজ ২৫ শে ডিসেম্বর সেই শুভক্ষণ যা সবার পরিশ্রম ও প্রচেষ্টায় সারা বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তিপেল।” তবে এই বাঘিনি সিনেমা প্রসঙ্গে রুমা দেবী জানান, এই সিনেমায় মমতা নামে তিনি অভিনয় করছেন না, সিনেমায় ইন্দিরা ব্যানার্জী নামে তিনি অভিনয় করেছেন।
সাধারণ বাড়ি থেকে উঠে আসা এক আন্দলোনকারী মহিলার রাজনৈতিক সংগ্রামের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। রুমা দেবী আশাপ্রকাশ করেন,সিনেমাপ্রেমী মানুষজন নিশ্চয়ই এই বাঘিনি ছবিটি দেখবেন। তিনি আশাবাদী নিশ্চই ভালো লাগবে আট থেকে আশি সকলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584