শুরু হয়েছে ‘নির্ভয়া’র শুটিং, টুইট করলেন প্রিয়াঙ্কা স্বয়ং

0
87

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অতিমারির জের কাটিয়ে শুরু হয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের পরবর্তী ছবি ‘নির্ভয়া’র শ্যুটিং। মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার ও গৌরব চক্রবর্তী। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখার্জি, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র প্রমুখ। ২৩ জুন থেকে শুরু হয়েছে ছবির শুটিং। শহর কলকাতাতেই জোর কদমে চলছে ছবির কাজ।

gaurav,priyanka | newsfront.co
গৌরব-প্রিয়াঙ্কা

কাজে ফিরে আপ্লুত প্রিয়াঙ্কা নিজের ছবির শুটিঙের কিছু ছবি টুইটারে শেয়ার করেছেন। তিনি নিজের ও গৌরবের ছবি পোস্ট করে লিখেছেন- “তিনটে শব্দ শুনলে দারুণ আনন্দ হয়: লাইট, ক্যামেরা, অ্যাকশন। আবার ফ্লোরে ফিরেছি। নতুন ছবি নির্ভয়ার শুটিংয়ের ছবি শেয়ার করলাম। অংশুমান প্রত্যুষের পরিচালনায় শুটিং হচ্ছে।”

nirbhaya film | newsfront.co
সেট থেকে গৌরব-প্রিয়াঙ্কা

নির্ভয়া’র চিত্রনাট্য ও সংলাপ অংশুমান প্রত্যুষই লিখেছেন। সুরক্ষাবিধি মেনেই ছবির শুটিং চলছে। শুটিংয়ের ফাঁকে প্রিয়াঙ্কার সঙ্গে মজার ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা মিত্রও।

আরও পড়ুনঃ বাবার পথে হাঁটতে চান ইরফান পুত্র, ছাড়লেন লেখাপড়া

প্রসঙ্গত, ‘নির্ভয়া’ শব্দটি শুনলেই ২০২১ সালের ডিসেম্বরে দিল্লিতে ঘটে যাওয়া সেই গণধর্ষণের ঘটনার কথা মনে পড়ে যায়। সেই সময় সারা দেশে নির্ভয়া নামেই পরিচিত হয়েছিলেন সেই নিগৃহীতা তরুণী। এই ছবির গল্প ধর্ষণের প্রেক্ষাপটেই বোনা হয়েছে বলে অনুমান করা যায়। শোনা গিয়েছে, শুধু ধর্ষণ নয়, সেই মামলার সঙ্গে জড়িত অন্যান্য দিকও উঠে আসবে ছবিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here