মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
লকডাউনের মধ্যেই নতুন গান নিয়ে শ্রোতাদের দরবারে হাজির সারেগামাপা’র মঞ্চ কাঁপানো শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। ৩ জুলাই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘সাইরন বাজিলো’। তাঁর কণ্ঠে এই নতুন গানটি শুনে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন শ্রোতারা। তবে এই নতুন গানটি বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বর্গীয় কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে উৎসর্গ করেছেন পৌষালী।
তাঁর কথায়, “লকডাউনের মধ্যে গুরুর স্মরণে এই গানটি তাঁর চরণে নিবেদন করলাম”। শুধু এই গানটিই নয়। এর আগেও কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে বহু গান শোনা গেছে লোকসঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়-এর কণ্ঠে।
এই নতুন গানটির মধ্যে অসমের ছোঁয়া আছে। ‘সাইরন বাজিলো’ নিয়ে আগে থেকে কিছুই ভাবেননি শিল্পী। লকডাউনের আগে অসমে শো করতে গিয়েছিলেন পৌষালী। তখনই সেখানকার প্রকৃতির প্রেমে পড়ে যান তিনি।
সেই আনন্দে মোবাইল ফোনেই বেশ কয়েকটি ভিডিও শুটও করেছিলেন শিল্পী। তারপর অসমের ওই অপরূপ সৌন্দর্যে মোড়া চা-বাগান থেকেই এই গানের যাত্রা শুরু।
আরও পড়ুনঃ আশা অডিও আয়োজিত ডিজিটাল লাইভ মিউজিক কনসার্টে মহালক্ষ্মী আইয়ার

অসমীয়া ভাষার এই নতুন গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পৌষালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। লকডাউনের মাঝেই শ্রোতাদের একটা অন্য ধারার গান উপহার দিলেন শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। গানটি মুক্তি পাওয়ার পর শ্রোতারাও এই উপহারকে আপন করে নিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584