নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
তিনটি ভিন্ন গল্পের সমন্বয়ে তিন পরিচালকের হাত ধরে আসছে নতুন বাংলা ছবি ‘থ্রি কোর্স মিল’। তিন পরিচালকের তালিকায় আছেন শিলাদিত্য মৌলিক, ইন্দ্রাশিস আচার্য এবং অর্জুন দত্ত। এই থ্রি কোর্স মিল রান্নার দায়িত্বে আছে থুড়ি প্রযোজনায় আকাঙখা মঙ্গলানি এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘কে ই এফ আই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট’। সহযোগী প্রযোজক অনিমেষ দাশগুপ্ত। সহযোগিতায় ‘অ্যাডভার্ব মুভিজ’।
এখন কথা হল, ছবির নাম থ্রি কোর্স মিল কেন? তিনজন আলাদা পরিচালক, তিনজন বলিউডি স্টার এবং তিনটি গল্পের সমন্বয়। ডার্ক ফ্যান্টাসি থ্রিলারধর্মী এই ছবির তিনটি গল্পের কেন্দ্রেই আছে খাবার৷ আছে আরও অনেককিছু।
ইন্দ্রাশিস আচার্যের গল্পের নাম ‘রেড ভেলভেট’। অভিনয়ে সুষমা দেশপাণ্ডে, জয় সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অনন্যা সেনগুপ্ত, দেবপ্রিয় মুখার্জি। ইন্দ্রাশিস জানান- “আমি খুব আপ্লুত এই ছবি নিয়ে। ন্যাশনাল প্ল্যাটফর্মে এটা আমার প্রথম ছবি বলেই শুধু নয়, আমি আপ্লুত এই ছবির বিষয় নিয়ে। আমার সমসাময়িক অন্য দুই পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেও আমি খুশি।”
শিলাদিত্য মৌলিকের গল্পের নাম ‘বেবি ফুড’। বিভিন্ন চরিত্রে রয়েছেন শ্বেতা বসু প্রসাদ এবং অনির্বাণ চক্রবর্তী। শিলাদিত্য জানান- “প্রত্যেকটা মানুষের জীবনেই একটা লুকনো অন্ধকার দিক থাকে। আমরা শিল্পীরাও তার থেকে আলাদা নই। আমার মনে হয় ‘থ্রি কোর্স মিল’-এ আমার গল্পটা বেশ অন্ধকারময়। আমি দর্শককে চমক দেওয়ার চেষ্টা করব। আমি ‘কে ই এফ আই’-এর কাছে কৃতজ্ঞ আমায় এহেন এক কাজের জন্য ভরসা করার জন্য। এই ছবিতে আমার দুই সতীর্থর (পরিচালক) সঙ্গে কাজ করতে পেরেও আমি খুশি।”
আরও পড়ুনঃ বড় পর্দায় পা শোলাঙ্কির, বিপরীতে যিশু
অর্জুন দত্ত’র গল্পের নাম ‘বিরিয়ানি’। অভিনয় করছেন পাওলি দাম, এম কে রায়না, কান সিং সোধা। অর্জুন জানান- ” জাতীয় স্তরে এই প্রথম আমার অভিজ্ঞতা হতে চলেছে। খাবার এবং অন্ধকার এই দুইয়ের মেলবন্ধন সত্যিই অভিনব এক বিষয়। ‘কে ই এফ আই’ কে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার কাছে। আমি এই ছবি নিয়ে যেমন এক্সাইটেড তেমনই নার্ভাস। ইন্দ্রাশিস দা এবং শিলাদিত্য দা’র সঙ্গে জোট বেঁধে কাজ করাটাও বেশ মজার৷ আমার গল্পের শেষে একটা দারুণ ট্যুইস্ট আছে।”
আরও পড়ুনঃ ডিপ্রেশনে ভুগছেন শ্রীলেখা
সম্প্রতি এই ছবির চরিত্রাভিনেতাদের নাম জানানো হয় সাংবাদিক সম্মেলনে। তিন পরিচালকই বাংলা ছবির দুনিয়ায় পরিচিত এবং প্রতিষ্ঠিত নাম ৷ খাবার এবং অন্ধকারকে তাঁরা কোথায় গিয়ে মেলাচ্ছেন সেটাই দেখার। সম্পূর্ণ অন্য ঘরানার ছবি হতে চলেছে ‘থ্রি কোর্স মিল’ তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584