শ্যামল রায়,কলকাতাঃ
গত ৪ আগষ্ট রবিবার বিকেলে শিয়ালদহের কৃষ্ণপদ মেমরিয়াল হলে কবি কমল দে শিকদারের সভাপতিত্বে অনির্বাণ সাহিত্য ঢ়সংসদ এর মুখপত্র এম ডি নুরুল আমিন বুলেট কর্তৃক প্রকাশিত অনির্বাণ আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার ( মৈত্রী বন্ধন) মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল পাহাড়ীর দেশ খ্যাত গীতিকার কবি অরুণ কুমার চক্রবর্তী, অনির্বাণ পত্রিকার সম্পাদক কবি কৃষ্ণা বসু, কবি দীপেন ভাদুড়ি, কবি চন্দ্রশেখর ভট্টাচার্য ও কবি বৈজয়ন্ত রাহা।
অনির্বাণ সাহিত্য সংসদের কলকাতা শাখার কার্যকরী সম্পাদক মহুয়া পৈত ও বাংলাদেশ শাখার সাংগঠনিক সম্পাদক কবি লীনা সুলতানা সহ অনির্বাণের সদস্যদের গাওয়া দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন ও পত্রিকার সম্পাদক কৃষ্ণা বসু এবং অনির্বাণের প্রতিষ্ঠাতা নুরুল আমিন বুলেটের মধ্যে দুই দেশের পতাকা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রায় ৬০ জন কবি সাহিত্যিক ও সামাজ সেবা মুলক কাজ করার জন্য দুইটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুনঃ সারাদিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন
উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অনির্বাণ আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা (মৈত্রী বন্ধন) এর সাফল্য কামনা করেন।
অনির্বাণ-এর প্রতিষ্ঠাতা এম ডি নুরুল আমিন বুলেট বলেন যে, দুই বাংলার কবি সাহিত্যিকদের লেখাকে দুই দেশের পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার ব্রত নিয়েই অনির্বাণের সৃষ্টি।
আর এই লক্ষ্যেই ২০১৬ সাল থেকে অনির্বাণ দুই দেশে কাজ করে যাচ্ছে। লিটিল ম্যাগাজিনের ক্ষেত্রে এই ধরনের কবিতা উৎসব যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে বাংলা রাইটার্স ফোরামের তরফ থেকে উপস্থিত ছিলেন কবি অজয় চক্রবর্তী ও চেয়ারপারসন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু।
কৃষ্ণা বসু জানিয়েছেন যে,এই সময় কালে কবি সাংবাদিক শ্যামল রায় বাংলা কবিতাকে এগিয়ে নিতে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেছেন।
আর অর্ণিবান সাহিত্য পত্রিকার প্রধান কর্ণধার বুলেট তিনিও লিটিল ম্যাগাজিনকে এগিয়ে নিতে তৎপর তাই এপার বাংলা ওপার বাংলার লিটিল ম্যাগাজিন আরো পাঠকদের কাছে সমাদৃত হয় তার কাজটা করে যাচ্ছেন তরুণ প্রজন্মের কবি-বন্ধুরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584