সারাদিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন

0
341

শ্যামল রায়,কলকাতাঃ

বাংলা রাইটার্স ফোরাম ও মফস্বল বাংলা কবিতা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হলো শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে।সারাদিন ব্যাপী কবিতা উৎসবে বাংলার বিভিন্ন জেলা থেকে কবিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

whole day poem festival | newsfront.co
নিজস্ব চিত্র

কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই সময়কালের প্রবীণতম সকলের প্রিয় কবি অরুণ কুমার চক্রবর্তী।উপস্থিত ছিলেন বাংলা রাইটার্স ফোরামের রাজ্য সভানেত্রী বিশিষ্ট কবি কৃষ্ণা বসু, উপস্থিত ছিলেন চিত্রা লাহিড়ী,কবি দীপক লাহিড়ী,কবি ব্রত চক্রবর্তী,কবি ত্রিলোচন ভট্টাচার্য্য,কবি অজয় চক্রবর্তী,কবি সুনীল মুখোপাধ্যায় প্রমুখ।

উদ্বোধনী বক্তব্য রাখেন রাইটার্স ফোরামের রাজ্য সম্পাদক সাংবাদিক কবি শ্যামল রায়।শ্যামল রায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে, এই মুহূর্তে বাংলা জুড়ে কবিদের সংগঠিত করার উদ্যোগ যেভাবে নেওয়া হয়েছে এটা নিশ্চয়ই একটা সুখবর ভালো দিক।

whole day poem festival | newsfront.co
সম্মাননা দেওয়া হচ্ছে।নিজস্ব চিত্র

পাশাপাশি কবিতা উৎসব এর মধ্যে দিয়ে নতুন লেখক লেখিকাদের একটা মেলবন্ধন তৈরি হয় যেখানে অনেক সম্পাদকের সাথে পরিচয় ঘটে এবং তাদের লেখা প্রকাশের একটা ভালো সুযোগ তৈরি হয়। শ্যামল রায় আরো বলেন সাহিত্য জগতে ইদানিং বেনোজলের প্রবণতা যেভাবে বাড়ছে সকলকে সচেতন থাকা দরকার সাহিত্য হচ্ছে সমাজের আয়না।

আরও পড়ুনঃ কোন্নগরে বৈশাখী কবিতা উৎসবের শুভ উদ্বোধন

whole day poem festival | newsfront.co
নিজস্ব চিত্র

কবিতাই পারে সামাজিক ভাবে সচেতনতা বাড়ার কাজে সহযোগিতা করাতে।তাই এই কাজে এগিয়ে যেতে হবে কবিদের।কবিদের ভূমিকা যথেষ্ট রয়েছে।তিনি উল্লেখ করেন সাম্প্রতিককালে টেলিভিশনের পর্দাতেও কবি-সাহিত্যিকদের কবিতা পাঠ আলোচনা অনেকটাই বেড়েছে যা কিনা বাংলা রাইটার্স ফোরাম কবিদের এই সুযোগ দিয়ে যাচ্ছে নিরলসভাবে নিষ্ঠা সহকারে।

বিভিন্ন সময়ে নতুন কবিদের উৎসাহিত করতে প্রবীণ-নবীনদের মধ্যে কবিতার মেলবন্ধন ঘটিয়ে চলছে বাংলা রাইটার্স ফোরাম।

ইতিমধ্যে কবি আড্ডায় সাক্ষাৎকার দিয়েছেন কবি কৃষ্ণা বসু কবি শুভ দাশগুপ্ত,কবি অরুণ কুমার চক্রবর্তী, কবি মঞ্জুভাষ মিত্র,কবি কমল দে সিকদার,কবি চক্রবর্তী,কবি বৈজয়ন্ত রাহা,কবি চিত্রা লাহিড়ী,কবি দীপক লাহিড়ী প্রমুখ রয়েছেন তালিকায়।কবিতা উৎসবে গিটার বাজিয়ে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুনিতা মন্ডল।

কবিতা উৎসবে গায়ক স্বর্গীয় গোপাল চন্দ্র সাহা স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয় কবি অরুণ কুমার চক্রবর্তী ও কবি চিত্রা লাহিড়ী কে। গোপাল চন্দ্র সাহা স্মৃতি পুরস্কার’ প্রদান করেছেন কবি লতিকা মন্ডল ও মুকুন্দরাম মন্ডল।

এছাড়াও কবিতা উৎসবে তাৎক্ষণিকভাবে কবিতা প্রতিযোগিতায় মোট ২৫ জন কবি কে কবিতায় সফলতার বিচারে শংসাপত্র প্রদান করেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু ,কবি অরুণ চক্রবর্তী, কবি শিব শঙ্কর বক্সী সহ উপস্থিত বিশিষ্টজনেরা।

কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বারুইপুরের কবি নিমাই চাঁদ হালদার,যুগ্মভাবে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের রাইপুরের কবি আব্দুল কুদ্দুস মল্লিক।দ্বিতীয় স্থান দখল করেছেন দীপান্বিতা গাঙ্গুলি ও তৃতীয় স্থান দখল করেছেন দীপ্তি হালদার।

কবিতা প্রতিযোগিতায় যারা সফল হয়েছেন কয়েক জন হলেন অতনু নন্দী, হরেন্দ্র নাথ গোস্বামী, কুমারেশ সর্দার ঘটক,ঝর্ণা ভট্টাচার্য,রানু রায়,চৈতালি দাস মজুমদার,পিয়ালী পাল ,চৈতালি ঘোষ ,মিলি মন্ডল ,অনিমা বসাক ,সান্তনা হালদার, ষষ্ঠী চরন ঘোষ,শুভেন্দু কাড়ার,শিব শংকর গান,সন্দ্বীপ শাহু ।

কবিতা উৎসবে দেড় শতাধিক কবির উপস্থিতিতে কবিতা পাঠ আলোচনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সর্ববৃহৎ কবিতা উৎসব শেষ হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন নিতাই মৃধা,সুদাম কৃষ্ণ মন্ডল, সনাতন কুন্ডু,সুজাতা বক্সী,দীপঙ্কর বিশ্বাস, অনির্বাণ শীল, বাসুদেব মাল,প্রিয়াঙ্কা পিহু কর্মকার,প্রদীপ নন্দী,তৃষা ভট্টাচার্য,অনিমা মাইতি, পত্রালি বিশ্বাস, গুহ রতন চক্রবর্তী,সঞ্জীব চট্টোপাধ্যায়,

পারমিতা ভট্টাচার্য্য, মিলন ভৌমিক প্রামাণিক, কল্যাণী মন্ডল,সুফল কুমার মন্ডল, সৌগত রানা ,কবিয়াল গৌরাঙ্গ মজুমদার ,মায়া রায় টিকাদার ,শ্রাবণী ঘোষ ,মন্দিরা মুখার্জি, রাসমণি ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী ,বিপ্লব ভট্টাচার্য্য, সুকৃতি দাস ,মৌসুমী মন্ডল ,শেখ মুজিবুর রহমান, ববি সরকার ,রুমকি দত্ত ,অচ্ছুত প্রামানিক, লোপামুদ্রা কুন্ডু ,শর্মিলা মাঝি, রাখি চক্রবর্তী, তপতী নন্দি ,মঞ্জুশ্রী সরকার বসু ,রুপালি বিশ্বাস, নব কুমার সরকার ,কার্তিক দাস ,রানু সরকার, দুলাল সুর ,অনামিকা বসাক ,সুনীল দাস ,শুভশ্রী রায় ,ফরিদুল ইসলাম প্রমুখ।

কবি কৃষ্ণা বসু ও অরুণ চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে কবিতা লেখার ক্ষেত্রে সকল নতুন লেখক লেখিকাদের কে আরো যত্নশীল হতে হবে।

কবিতা এই পারে সমাজকে নতুন নতুন বার্তা দিয়ে সকলকে উৎসাহিত উদ্দীপনা জোগাতে। আর সেই কাজটি করে যাচ্ছে বাংলা রাইটার্স ফোরাম ও মফস্বল বাংলা কবিতা অ্যাক্যাডেমি। যার নেতৃত্বে রয়েছেন কবি ও সাংবাদিক শ্যামল রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here