নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে করে মেঘালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তিন তরুণ। নদীয়ার শান্তিপুর থেকে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেয় তারা।
নদিয়ার শান্তিপুরের রাজা প্রসাদ পাল ,বিশ্বনাথ পাল ও রাজু সরকার, শান্তিপুর পরিবেশ ভাবনার মঞ্চের সদস্য। উদ্দেশ্য সেখানকার পরিবেশ সচেতনতার বার্তা অন্যত্র পৌঁছে দেওয়া। রবিবার নদীয়ার শান্তিপুর থেকে এই বার্তাকে সামনে রেখেই রওনা দেয় তারা এবং সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে এসে পৌঁছায় পরিবেশ ভাবনার সদস্যরা।
আরও পড়ুনঃ বিমল গুরুং ভয়ের বিষয় নয়, আমি ওদের জন্য ভয়ের বিষয়ঃ বিনয় তামাং
মঙ্গলবার সকালে পুনরায় সাইকেল নিয়ে বেরোবে মেঘালয়ের উদ্দেশ্যে। বহরমপুর স্টুডেন্ট হেলথ হোমের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়া হয় এই দিন। আগামী ২০ নভেম্বর মেঘালয়ে এই দলটি পৌঁছাবে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, ধূমপান নিষিদ্ধ এটা আদর্শ হওয়া উচিত বলে মনে করে এই তরুণদল। রাজা প্রসাদ, বিশ্বনাথ ও রাজু এর আগেও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে ঘুরেছে বলে জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584