দ্বারকেশ্বর নদীর চরে মুড়ি চপ বেগুনির মেলায় উপচেপড়া ভিড়

0
204

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

beside of dwarakeswar river snacks fair
লোকারণ্য।নিজস্ব চিত্র
beside of dwarakeswar river snacks fair
মুড়ি মেলার মুড়ি পর্ব।নিজস্ব চিত্র

প্রতিবছর চৌঠা মাঘের এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকে বাঁকুড়া কেঞ্জাকুড়া এলাকার মানুষজন। হরিনাম সংকীর্তন এর শেষে বাঁকুড়া দারকেশ্বর নদীর চরে সঞ্জীবনী মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু হয় ‘মুড়ি মেলা’ উৎসব। এই মুড়ি মেলার উৎসবকে ঘিরে কয়েক হাজার মানুষের সমাগম হয় দ্বারকেশ্বর নদীর চরে। শুনতে অবাক লাগলেও বহু প্রাচীন রীতি মেনে বছরের পর বছর ধরে এই উৎসব পালন করে আসছে কেঞ্জাকুড়ার বাসিন্দারা। দ্বারকেশ্বর নদীর চরে খোলা আকাশের নিচে মেতে ওঠে আট থেকে আশি সকল বয়সের মুড়ি প্রেমী মানুষেরা। বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে হাজির হয় ব্যবসায়ীরা। সকাল থেকে গামছা পেতে মুড়ির সাথে আলুর চপ ,সিংগাড়া, বেগুনি ,সরষের তেল, কাঁচা পেঁয়াজ ,কাঁচা লঙ্কা, টমেটো মটরশুটি ,পাপড় ভাজা সাথে গরম জিলাপি নিয়ে বসে আড্ডার সাথে চলে মুড়ি খাবার প্রতিযোগিতা। দুপুরে দ্বারকেশ্বর নদীর জলে স্নান সেরে সঞ্জীবনী মায়ের আশ্রমে খিচুড়ি খান সকলে। এই উৎসব চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই সঙ্গে চলতে থাকে মেলা। এই অভিনব মেলার টানে আশেপাশের পুরুলিয়া দুর্গাপুর মেদিনীপুর জেলা থেকেও এসে জড়ো হন মানুষজন।

beside of dwarakeswar river snacks fair
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
beside of dwarakeswar river snacks fair
বহিরাগত পর্যটক।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ভারত-নেপাল সীমান্তে চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার দুই নেপালের বাসিন্দা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here