কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সালারে ২রা অক্টোবর তারিখে গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশ হল ‘ভাবনা’ পত্রিকার প্রথম সংখ্যা। সালারের সাহিত্যচর্চার অভাব দূরীকরণ এবং নবীন লেখক-শিল্পীদের প্রতিভা প্রকাশের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই পত্রিকার প্রকাশ। পত্রিকার সম্পাদক সমহম্মদ সাহিল পারভেজ। পত্রিকাটি তিনি তাঁর পিতা-মাতা ও দিদির হাত দিয়ে প্রকাশ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন ‘দূরবীন’ পত্রিকার সম্পাদক প্রিন্স খন্দেকার। পত্রিকা প্রকাশের পর পত্রিকাটি সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত মহাশয়, সালারের বিশিষ্ট কবি আব্দুর রফিক খান, কবি রঘুনাথ চট্টপাধ্যায়, শিল্পী মাসুদূর রহমান এবং এলাকার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও সাহিত্যপ্রেমী দেওয়া হয়।
৩৬ পৃষ্ঠার ভাবনা পত্রিকায় রয়েছে বিভিন্ন কবিতা-গল্প এবং চিত্রকলা। পত্রিকার নামকরণ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোহেল আজিজ। পত্রিকাটির প্রচ্ছদ অঙ্কণ করেন শিল্পী সানজিদা আহমেদ, অলঙ্করণ করেন সেলিম খান।
আরও পড়ুনঃ রাজ্যে পুজোর পরই স্কুল খোলার চিন্তাভাবনা, স্কুল মেরামতের জন্য বরাদ্দ ১০৯ কোটি টাকা
২ রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন প্রকাশের কারণে গান্ধীজির দুটি ছবি এঁকে শিল্পী মুশির আহমেদ এবং তানিসা সুলতানা শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন। পত্রিকাটি প্রতিবছর অক্টোবর মাসে বাৎসরিক পত্রিকা হিসেবে প্রকাশ করা হবে। সালারের সাহিত্যচর্চায় এই পত্রিকা কতটা সফলতা অর্জন করছে, তা নির্ধারণ করবে পাঠকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584